বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ নিয়ে আসছেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম চালুর পরিকল্পনা ঘোষণা করেছেন। ফেসবুক-টুইটারের বিকল্প হিসেবে আগামী মাসে পরীক্ষামূলক যাত্রা শুরু করবে তার যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'।
গত ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে সামাজিক সবচেয়ে জনপ্রিয় দুই যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ করা হয় ট্রাম্পকে। এরপরই ট্রাম্প ঘোষণা দেন যে, বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে 'রুখে দাঁড়াবেন' তিনি।
ট্রুথ সোশ্যাল পরিচালনা করবে ট্রাম্পের মালিকানাধীন ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (টিএমটিজে)। আগামী মাসে 'আমন্ত্রিত অতিথিদের' জন্য এর বেটা সংস্করণ চালু হবে বলে আশা করা হচ্ছে। সব ঠিক থাকলে ২০২২ সালের প্রথম দিকে পূর্ণাঙ্গরূপে চালু হবে ট্রুথ সোশ্যাল।
তিন ধাপে চালু হয়ে এ যোগাযোগমাধ্যম। দ্বিতীয় ধাপে টিএমটিজি প্লাস নামের একটি সাবস্ক্রিপশনভিত্তিক ভিডিও সেবা চালু হবে। এতে বিনোদন ও সংবাদমূলক কনটেন্ট ও পডকাস্ট থাকবে।
টুইটার, ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে নিষিদ্ধ হওয়ার ট্রাম্প প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেন।
২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে এর মধ্যে নির্বাচনী প্রচারণার মতো কিছু জনসমাবেশে অংশ নিয়েছেন তিনি।
- সূত্র: বিবিসি