বিদায় নেওয়ার আগে শতাধিক অপরাধীকে ক্ষমা করবেন ট্রাম্প
মঙ্গলবার শেষ পূর্ণ কর্মদিবসে দণ্ডপ্রাপ্ত প্রায় ১০০ অপরাধীর দন্ড মওকুফ, দায়মুক্তি এবং শাস্তি কমানোর কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমাপ্রার্থীদের তালিকায় থাকছে ভদ্রবেশি সাদা কলারের অপরাধী থেকে নামীদামী র্যাপারদের নাম। তবে ট্রাম্প সম্ভবত এই তালিকায় নিজের নাম রাখছেন না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ট্রাম্প বড়দিনের আগে থেকেই অপরাধীদের ক্ষমা ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন। তবে ৬ জানুয়ারির বিক্ষোভের পর এসংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে যায়।
রবিবার ক্ষমাপ্রার্থীদের তালিকা চূড়ান্ত করতে হোয়াইট হাউজে বিশেষ সভার আয়োজনের কথা জানিয়েছে দুটি সূত্র।
৬ জানুয়ারির দাঙ্গার পর অভিশংসিত ট্রাম্পের নিজেকে ক্ষমা করার বিষয়টিও জটিল হয়ে পড়েছে। সেই সাথে রুডি জুলিয়ানি এবং নিজের সন্তানদের ক্ষমা করাও ট্রাম্পের জন্য এখন কঠিন। ট্রাম্প এখন সেরকম কোনো পদক্ষেপ নিবেন না বলেই ধারণা করছেন তার সহযোগীরা। তবে ২০ তারিখ দুপুরে ক্ষমতা হস্তান্তরের আগ অবধি ট্রাম্প ঠিক কী কী করবেন, তা একমাত্র তিনিই জানেন।
দাঙ্গার পর থেকে উপদেষ্টারা ট্রাম্পকে নিজেকে ক্ষমা করা থেকে বিরত থাকার কথা বলে আসছেন। ট্রাম্প এখন নিজেকে ক্ষমা করলে, তিনি যে দোষী ছিলেন তা প্রমাণিত হবে। অনেকেই ক্যাপিটল হিলে হামলার সাথে জড়িতদের ক্ষমা করার ব্যাপারেও ট্রাম্পকে সতর্ক করেছেন। তবে ট্রাম্প নিজেই প্রাথমিকভাবে হামলায় জড়িতদের নির্দোষ হিসেবে বক্তব্য রেখেছেন।
ট্রাম্পের সহযোগী লিন্ডসে গ্রাহাম রবিবার ফক্স নিউজকে বলেন, "অনেকেই ক্যাপিটলে হামলার সাথে জড়িতদের মাফ করার কথা বলছেন। কিন্তু সেটা করলে ভুল হবে।"
হোয়াইট হাউজের একজন কর্মকর্তা জানান, ট্রাম্পের নিজেকে ক্ষমা করার বিষয়ে কোনো কাগজপত্র এখনও তৈরি হয়নি। তবে ২০ জানুয়ারি দুপুরে অভিষেক অনুষ্ঠানের পূর্বে হোয়াইট হাউজ ছাড়ার আগ পর্যন্ত ট্রাম্প যেকোনো সময় নিজেকে ক্ষমা করার উদ্যোগ নিতে পারেন।
ক্ষমাপ্রার্থীদের নামের তালিকায় জুলিয়ান অ্যাসাঞ্জের নাম থাকছে না বলে শোনা যাচ্ছে। তবে তালিকা এখনো চূড়ান্ত হয়নি, নামের তালিকায় পরিবর্তন আসতে পারে।
ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননের দণ্ড মওকুফ হচ্ছে কি না তা এখন পর্যন্ত নিশ্চিত নয়।
হোয়াইট হাউজের উপদেষ্টাদের মাধ্যমে ট্রাম্প এখনও ক্ষমাপ্রার্থীদের অনুরোধ পেয়ে যাচ্ছেন। হোয়াইট হাউজের বাইরেও অনেকে বহুমাস ধরে ক্ষমার জন্য তদবীর করে আসছেন।
ট্রাম্পের সহযোগীরা বলছে যাদের থেকে ভবিষ্যতে উপকৃত হওয়ার সম্ভাবনা আছে, কেবলমাত্র তাদেরই সাধারণ ক্ষমা মঞ্জুর করবেন ট্রাম্প।
"সবকিছুই হচ্ছে বিনিময়। ট্রাম্প ক্ষমা করছেন কারণ বিষয়টি দ্বিপাক্ষিক। ট্রাম্প তাদেরকেই সাহায্য করতে ভালোবাসেন, যাদের থেকে পাওয়ার আশা থাকে।" জানিয়েছে সংশ্লিষ্ট এক সূত্র।
- সূত্র: সিএনএন