বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের ৩টিই ভারতের
বায়ুদূষণ ঘিরে যত হইচই দিল্লি ঘিরে। অথচ শুধু দিল্লি নয়, ভারতের একাধিক শহরে বায়ুর মান মোটেও ভালো নয়। যা উঠে এ সুইজারল্যান্ডের জলবায়ু-সংক্রান্ত গোষ্ঠী 'আইকিউ এয়ার'-এর পরিসংখ্যানে।
আইকিউ এয়ার জাতিসংঘের পরিবেশ-সংক্রান্ত কর্মসূচির সহযোগী। এই গোষ্ঠীর বায়ুর মান ও দূষণের মাত্রা 'ট্র্যাকিং' পরিষেবা অনুযায়ী, বিশ্বের সবচেয়ে দূষিত ১০ শহরের মধ্যে তিনটি শহরই ভারতের। সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে দিল্লি, চতুর্থ স্থানে রয়েছে কলকাতা এবং মুম্বাই আছে ষষ্ঠ স্থানে।
চলুন দেখে নেওয়া যাক, আর কোন কোন শহর আছে আইকিউ এয়ারের সবচেয়ে দূষিত ১০ শহরের তালিকায়।
১. দিল্লি, ভারত (গড় বায়ুদূষণের সূচক ৫৫৬)।
২. লাহোর, পাকিস্তান (গড় বায়ুদূষণের সূচক ৩৫৪)।
৩. সোফিয়া, বুলগেরিয়া (গড় বায়ুদূষণের সূচক ১৭৮)।
৪. কলকাতা, ভারত (গড় বায়ুদূষণের সূচক ১৭৭)।
৫. জাগ্রেভ, ক্রোয়েশিয়া (গড় বায়ুদূষণের সূচক ১৭৩)।
৬. মুম্বই, ভারত (গড় বায়ুদূষণের সূচক ১৬৯)।
৭. বেলগ্রেড, সার্বিয়া (গড় বায়ুদূষণের সূচক ১৬৫)।
৮. চেংদু, চিন (গড় বায়ুদূষণের সূচক ১৬৫)।
৯. স্কোপিয়ে, নর্থ ম্যাসেডোনিয়া (গড় বায়ুদূষণের সূচক ১৬৪)।
১০. ক্র্যাকো, পোল্যান্ড (গড় বায়ুদূষণের সূচক ১৬০)।
এদিকে ভীষণ দূষণে অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়েছে দিল্লি। চোখে জ্বালা ধরানো কুয়াশায় ঢেকে আছে ভারতের রাজধানী। সেই আস্তরের ওপর সূর্যের আলো পড়লে মনে হচ্ছে গেরুয়া আস্তরণে ঢেকে রয়েছে গোটা শহর।
নভেম্বরের শুরু থেকেই বিষাক্ত থেকে বিষাক্ততর হচ্ছে দিল্লির বাতাস। গত ২৪ ঘণ্টায় শহরটির বায়ু মান সূচক আরও কিছুটা বেড়ে শুক্রবার বিকেল ৪টা নাগাদ ৪৮১-এ ঠেকে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বলেছে শীঘ্রই দিল্লির পরিবহনসংখ্যা যেন ৩০ শতাংশ কমিয়ে আনা হয়। আর খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে শহরের বাসিন্দাদের।
পূর্বাভাস রয়েছে , বাতাসের বেগ কম থাকলে ১৮ নভেম্বরের আগে দিল্লির বায়ু মান সূচক নামার খুব একটা সম্ভাবনা নেই।
- সূত্র: হিন্দুস্তান টাইমস ও আনন্দবাজার পত্রিকা