বৈরুত বিস্ফোরণ: ৩০ ঘণ্টা পর বন্দরের শ্রমিককে জীবিত উদ্ধার
লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর এক বন্দর শ্রমিককে বৃহস্পতিবার সমুদ্র থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বিস্ফোরণে নিখোঁজ আমিন আল-জাহেদকে ভূমধ্যসাগরে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় বলে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে।
একটি উদ্ধারকারী দল আল-জাহেদকে নৌকায় করে আনার পর বৈরুতের রাফিক হারিরি বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি ছবিতে দেখা যায়, তাকে সাগর থেকে উদ্ধার করার পর ছোট একটি উদ্ধারকারী নৌকায় তোলা হয়।
আমিন জাহেদের পরিবারের সদস্যরা লেবাননের একটি টেলিভিশনকে বলেছেন, হাসপাতালে গেলেও তারা তাকে খুঁজে পাননি। বর্তমানে তার অবস্থা কী তা জানতে না পারায় তারা উদ্বিগ্ন রয়েছেন।
কীভাবে ওই যুবক রক্তাক্ত অবস্থায়ও এতোক্ষণ বেঁচে ছিলেন তা এখনও বিস্তারিত জানা যায়নি।
লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে অ্যামেনিয়া নাইট্রেট বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৫৭ জন মারা গেছেন এবং আহত হয়েছেন ৫ হাজারের বেশি মানুষ।