ভারতের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে না টিকটক
চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের প্রেক্ষিতে চীনা পণ্য বর্জনের ডাক ওঠে ভারত জুড়ে। তার সঙ্গে সঙ্গতি রেখে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্লাটফর্ম টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করে ভারত সরকার। ওই ঘটনার প্রতিবাদ করে চীন সরকার। এরপরই ভারতীয় গণমাধ্যমে টিকটক ভারতীয় সরকারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে পারে, এমন খবর প্রকাশিত হয়। সাম্প্রতিক এক বিবৃতিতে এর সত্যতা নাকচ করে দেওয়া হয়েছে টিকটকের পক্ষ থেকে।
শুক্রবার কোম্পানিটির এক মুখপাত্র জানান, ''আইনি ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেই। উল্টো আমরা দেশটির সরকারের আদেশের প্রেক্ষিতে তাদের উদ্বেগ নিরসনে কাজ করে চলেছি। ভারতে ব্যবসা পরিচালনায় আমরা দেশটির সরকার প্রণীত নীতিমালা এবং আইন মেনে চলি। ব্যবহারকারীদের তথ্যের সার্বভৌমত্ব, গোপনীয়তা এবং নিরাপত্তা নিশ্চিত করাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে অহেতুক সন্দেহ নিরসনেও কাজ করব।''
সীমান্ত উত্তেজনার পর যে ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হয়, তাদের প্রত্যেকেই বিষয়টি নিয়ে নিজস্ব অভিমত ভারতের কেন্দ্রীয় সরকারের কাছে উপস্থাপন করে। ভারতীয় গণমাধ্যম লাইভমিন্ট সূত্রে জানা গেছে, এনিয়ে দেন-দরবারও চলছে পর্দার আড়ালে। এসব আলোচনা ব্যর্থ হলেই কেবল আইনি পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গ উঠতে পারে।
সংশ্লিষ্ট দুই সূত্র জানায়, নিষিদ্ধ চীনা অ্যাপ যেমন; বাইটড্যান্স, ইউসি ওয়েব, মুনটন এবং ওয়েইবো শেষ চেষ্টা হিসেবে ভারত সরকারের কাছে যৌথভাবে লিখিত একটি আর্জি জানাতে পারে। তবে তার আগে কেন্দ্রীয় সরকারের ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে একক প্রতিনিধি পর্যায়ের আলোচনা চলবে।