ভারতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যের ৭ বছরের কারাদণ্ড
বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) একজন সদস্যকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার সাত বছরের কারাদণ্ড দিয়েছে ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একটি বিশেষ আদালত।
দণ্ডপ্রাপ্ত জঙ্গির নাম রিজুয়াল ইসলাম (২৫)। তিনি বাংলাদেশের খুলনার অধিবাসী।
এনআইএ'র আদালত কর্তৃক তাকে সাত বছরের সশ্রম কারাদন্ড এবং ৩৬ হাজার রুপি জরিমানা করা হয়।
তিনিসহ আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচজন সদস্যকে গ্রেপ্তারের মধ্য দিয়ে ২০১৭ সালের নভেম্বরে প্রথম এই মামলাটি কলকাতায় নথিভুক্ত করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ছিলেন বাংলাদেশি নাগরিক এবং একজন ভারতীয়।
২০১৮ সালের মার্চ মাসে এনআইএ পুনরায় এ মামলা নথিভুক্ত করে এবং পাঁচ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয়। এদের মধ্যে দুইজনকে আগেই কলকাতার বিশেষ এনআইএ আদালত দোষী সাব্যস্ত করে সাজা প্রদান করেছে।
ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) একজন কর্মকর্তা বলেন, জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এই বাংলাদেশি সদস্যরা ২০১৬ সালে ভারতে প্রবেশ করে এখানে সন্ত্রাসবাদী অপরাধের ষড়যন্ত্র করতে থাকে।
সে কর্মকর্তা জানান, অভিযুক্ত ব্যক্তিরা হায়দরাবাদ, পুনে এবং মুম্বাইয়ে শ্রমিকের ছদ্মবেশে অবস্থান করছিল। তারা পাটনার একটি দোকান থেকে রাসায়নিক সংগ্রহ করার চেষ্টা করে এবং রাঁচিতে নিজেদের ডেরা নির্মাণের পরিকল্পনা করে।
এছাড়া তারা কলকাতা থেকে অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করার পরিকল্পনা করছিল বলেও জানান তিনি।
আটকের পর তাদের কাছ থেকে শিয়ালদহ রেলস্টেশন ও হাওড়া ব্রিজের মানচিত্র, বিস্ফোরক ও বোমা তৈরির বইপত্র, জাল আধার কার্ড এবং জাল প্যান কার্ড তথা ভারতীয় জাতীয় পরিচয়পত্র প্রভৃতি জব্দ করা হয়।
- সূত্র-আউটলুক ডট কম