"ভারতে লকডাউন ব্যর্থ!" টুইট করে দাবি রাহুল গান্ধির
লকডাউন ব্যর্থ। এই ভাষাতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধি। অন্য দেশের সঙ্গে লকডাউনের তুলনা টেনে কংগ্রেস সাংসদ এই মন্তব্য করেছেন। দলীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে এমন কথাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
নিজ দাবির স্বপক্ষে যুক্তি খাড়া করতে গিয়ে পাঁচটি গ্রাফ টুইট করেন রাহুল গান্ধি। সেই রেখাচিত্র থেকে স্পষ্ট ইউরোপের দেশগুলোর লকডাউনের তুলনায় ভারতে পাঁচ দফায় চলা লকডাউন কীভাবে ব্যর্থ হয়েছে। খবর এনডিটিভির।
রাহুল গান্ধি বলেছেন, 'দেশে এখন প্রতিদিন অস্বাভাবিক হারে সংক্রমণ বাড়ছে। আর সেই সময় আনলক ১.০ (অর্থনৈতিক কর্মকান্ড উন্মুক্তকরণ) করছে কেন্দ্রীয় সরকার।'
সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে ভারতে চলছে লকডাউন। মোট পাঁচ দফায় এই লকডাউন জারি করা হয় দেশটিতে। যদিও দ্রুত লকডাউন ঘোষণাকে সাধুবাদ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। কিন্তু গত সপ্তাহে ক্রমাগত সংক্রমণের মাত্রা ঊর্ধ্বমুখী থাকায় উদ্বেগে খোদ দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ও।
টুইট)
এ অবস্থায় চলতি সপ্তাহে ধারাবাহিক ভাবে রাহুল গান্ধি বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছেন। সংক্রমণ, অভিবাসী শ্রমিকদের মৃত্যু, আর্থিক মন্দার মতো নানা ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনায় মুখর হয়েছে সোনিয়া গান্ধির তনয়।