ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে একদেশ হওয়ার আহ্বান ভারতীয় মন্ত্রীর
দাঙ্গা আর যুদ্ধের মধ্যদিয়ে ভাগ হয়ে যাওয়া উপমহাদেশের তিন গুরুত্বপূর্ণ দেশ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে একটি একক দেশ গড়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের মহারাষ্ট্রের এক মন্ত্রী।
রোববার এনডিটিভির এক খবরে বলা হয়, নওয়াব মালিক নামে ওই মন্ত্রী বলেন, ক্ষমতাসীন দল বিজেপি যদি ভারত পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি দেশ গঠন করে তবে এ ধরণের পদক্ষেপকে সমর্থন জানাবে তার দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)।
তিনি বলেন, "যেভাবে দেবেন্দ্রজি বলেছেন যে এমন সময়ও আসবে যখন করাচি ভারতের অংশ হবে। আমরাও বলে আসছি ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মিলিত হয়ে যাওয়া উচিত। যদি বার্লিন ওয়াল ভেঙে দুই জার্মানী এক হতে পারে তবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ কেন এক হতে পারবে না?"
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে বলা হয়, গত শনিবার মহারাষ্ট্রের বিজেপি নেতা দেবেন্দ্র ফডনবীশ বলেন, তার দল 'অখন্ড ভারত' এ বিশ্বাস করে এবং একদিন পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচী ভারতের অন্তর্ভুক্ত হবে।
মুম্বাইয়ের বান্দ্রায় ৬০ বছর ধরে ব্যাবসা করে আসা 'করাচী সুইটস' নামে একটি দোকানের নামের বিষয়ে এক শিব সেনা নেতা আপত্তি জানালে তার প্রেক্ষিতে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন ফডনবীশ।
গত সপ্তাহেই ওই শিব সেনা নেতা দোকান মালিককে দোকানের নাম থেকে 'করাচী' শব্দটি বাদ দিতে বলেন।