ভোট সংখ্যায় ওবামাকে ছাড়িয়েছেন ট্রাম্প ও বাইডেন উভয়েই
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এপর্যন্ত যতজন প্রার্থী প্রেসিডেন্ট পদে লড়েছেন-তাদের সবার চাইতে বেশি ভোট পেয়েছেন এবারের দুই মূল প্রতিযোগী; জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প।
তারা লড়ছেন প্রধান দুই রাজনৈতিক দল ডেমোক্রেট এবং রিপাবলিকান পার্টির হয়ে।
এপর্যন্ত ৭ কোটি ৩৫ লাখ ভোট পড়েছে ডেমোক্রেট বাইডেনের ঝুলিতে। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প পেয়েছেন ৬ কোটি ৯৬ লাখ ভোট। এবার প্রায় ১৫ কোটি মার্কিন নাগরিক ভোট দিয়েছেন বলে জানা গেছে। বাকি ভোট অন্যান্য স্বতন্ত্র প্রার্থী এবং রাজনৈতিক দলের প্রতিযোগীরা পান।
মূল ফলাফল নির্ধারণ করছে কিছু রাজ্যের উপর। সেখানে ভোট গণনা এখনও অব্যাহত আছে। তারপরও, প্রাথমিক ফলাফলে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ৬ কোটি ৯৫ লাখ ভোটের রেকর্ড ভেঙ্গে ফেলেছেন ট্রাম্প ও বাইডেন।
মতামত ও আদর্শের আকাশপাতাল তফাৎ থাকলেও; তারা দুজনেই এই রেকর্ড সৃষ্টিকারী অর্জনের মালিক হয়েছেন। অবশ্য, গত ১২০ বছরের ইতিহাসে এবারেই সর্বাধিক মার্কিনী ভোট দিয়েছেন।
সর্বমোট ভোট জমা পড়েছে সাড়ে ১৪ কোটির বেশি। এই সংখ্যা আরও বাড়তে পারে। বৃদ্ধির কারণ ক্যালিফোর্নিয়ার মতো কিছু রাজ্যে এপর্যন্ত মাত্র ৬৬ শতাংশ ভোট গণনা করা হয়েছে। যদিও সেখানে ভোট দিয়েছেন মোট এক কোটি ৩০ লাখ নাগরিক।
অন্যান্য জনবহুল রাজ্য যেমন; নিউইয়র্কে গোনা হয়েছে ৭৮ শতাংশ। আর টেক্সাসে ৮৫ শতাংশ। এসব স্থানে দশ লক্ষাধিকের বেশি ভোট হিসাব বাকি বলেও জানা গেছে।
২০১৬ সালে যত ভোট পেয়েছিলেন, এবার তার চাইতেও অনেক বেশি ভোট পেয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প, যা নিয়ে তার দম্ভেরও শেষ নেই। প্রাথমিক ফলাফল হিসাব শেষ হওয়ার আগেই তিনি নিজেকে বারবার বিজয়ী বলে ঘোষণা দিচ্ছেন।
জাতীয় পরিসংখ্যান অবশ্য তার হারের ইঙ্গিত দিচ্ছে।
অবশ্য, মজার কিছু ঘটনাও ঘটেছে। প্রকাশ্য বর্ণবাদী বলে পরিচিত ট্রাম্পকে এবার লাতিন আমেরিকান এবং কৃষ্ণাঙ্গ ভোটারেরা গতবারের চাইতে বেশি ভোট দিয়েছেন, দাবি ট্রাম্প-ঘেঁষা ফক্স নিউজের।
তবে এসব জনগোষ্ঠীর সিংহভাগ ভোট ডেমোক্রেট জো বাইডেন পেয়েছেন বলেই দেশটির অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা গেছে।
- সূত্র: এনপিআর, ফক্স নিউজ