ভ্যাকসিন নিয়ে প্রত্যাশায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর উত্থান
ওপেক প্লাস জোটের সরবরাহ কর্তন অব্যাহত থাকা এবং কোভিড-১৯ প্রতিরোধী টিকার সফলতার দ্বৈত প্রভাবে গত সোমবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দর বেড়েছে।
এদিন অপরিশোধিত জ্বালানির বৈশ্বিক ব্রেন্ট সূচক ৯ শতাংশ বাড়লে, ব্যারেলপ্রতি মূল্য উন্নীত হয় ৪৩ মার্কিন ডলারে।
সোমবারই সর্বশেষ ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাথমিক ফল ঘোষণা করে মার্কিন ওষুধ প্রস্তুতকারক ফাইজার ইঙ্ক। তাদের প্রার্থী টিকাটি ৯০ শতাংশের বেশি সফলতার সাথে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ করেছে, বলে জানায় কোম্পানিটি।
একারণেই, পৃথিবীজুড়ে নতুন করে সংক্রমণ হার বাড়লেও টিকা বাজারে দ্রুত চলে আসার কারণে লকডাউন পরিস্থিতি দেখা দেবে না- এমন আশা করছেন বিনিয়োগকারীরা।
ফাইজার তাদের টিকাটি তাদের জার্মান অংশীদার বায়োএনটেক- এর সঙ্গে যৌথভাবে প্রস্তুত করেছে। তৃতীয় বা সর্বশেষ পরীক্ষার অংশ হিসেবে তারা মোট ৪০ হাজার স্বেচ্ছাসেবীর দেহে মধ্যে এর কার্যকারিতার পরীক্ষা চালায়। প্রাথমিক বিশ্লেষণে সফলতা ৯০ শতাংশের বেশি এসেছে।
যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়ার অগ্নিপরীক্ষা শুরু হবে চলতি মাসের শেষদিকে। মার্কিন ওষুধ প্রশাসনের সবুজ সংকেত পেলে অন্যান্য দেশে অনুমোদন পাওয়াও সহজ হবে। এরপর চলতি বছর ৫০ কোটি এবং আগামী বছর ২০২১ সালে ১৩০ কোটি ডোজ বিশ্বজুড়ে সরবরাহের লক্ষ্য নেওয়া হয়েছে।
আনুষ্ঠানিক ঘোষণার সময় ফাইজার মুখ্য নির্বাহী অ্যালবার্ট বৌরলা বলেন, 'বৈশ্বিক জরুরি অবস্থা নিরসনে মানুষের কাছে টিকা পৌঁছে দেওয়ার চেষ্টায় আমরা একটি বড় অগ্রগতি অর্জন করেছি।'
এরপ্রেক্ষিতে আবুধাবিতে আয়োজিত এক সম্মেলনে সৌদি জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান বলেন, 'ভ্যাকসিনের মাধ্যমে ভাইরাস নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। উৎপাদিত টিকা সঠিকভাবে সরবরাহ করা গেলেই তা বর্তমান সঙ্কট নিরসনের সবচেয়ে ফলপ্রসূ উপায় হবে।'
ওই সম্মেলনে তিনি আগামীতে ওপেক জোটের পক্ষ থেকে জ্বালানি তেলের বাজার সরবরাহ আরও নিয়ন্ত্রণের আভাস দেন। রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে বিদ্যমান সরবরাহ কর্তন চুক্তি পরিবর্তনের দিকেই ছিল তার ইঙ্গিত।
- সূত্র: আরব নিউজ