মডের্নার টিকা নিরাপদ ও কার্যকর, জানালেন মার্কিন নিয়ামক সংস্থার বিশেষজ্ঞরা
মার্কিন ওষুধ প্রস্তুতকারক মডের্না ইঙ্কের তৈরি কোভিড-১৯ টিকা ৯৪ ভাগ সফল এবং তা গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকিমুক্ত। এমন কথাই জানালেন মার্কিন নিয়ামক সংস্থার বিশেষজ্ঞরা।
মার্কিন ওষুধ ও খাদ্য প্রশাসন (এফডিএ) কর্মকর্তাদের এ মূল্যায়নে খুব শীঘ্রই দেশটিতে দ্বিতীয় করোনাভাইরাস ভ্যাকসিন স্বীকৃতি পাবে আশা করা হচ্ছে।
ফাইজার/ বায়োএনটেকের তৈরি টিকা যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবস্থায় প্রয়োগ শুরু হওয়ার একদিন পর নতুন সম্ভাবনার কথাটি জানানো হলো। তাছাড়া, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এখন মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। এই অবস্থায় দ্বিতীয় টিকাটি মহামারীর প্রকোপ কমানোর আশা জাগাচ্ছে।
মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এফডিএ'র বিজ্ঞানীরা মডের্না টিকার মূল্যায়ন ঘোষণা করেন। আর মাত্র দুইদিন পরই এর জরুরি অনুমোদন নিয়ে বৈঠকে বসবে সংস্থাটির বিশেষ প্যানেল। এই অবস্থায় সফলতার ঘোষণা অনুমোদনের পূর্ব সংকেত হিসেবেই দেখা হচ্ছে।
- সূত্র: বিবিসি