মহামারিতে সত্ত্বেও বেড়েছে সৌদি নাগরিকদের ব্যাংক ব্যাল্যান্স
আগের বছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের দ্বিতীয় ত্রৈমাসিক প্রান্তিক শেষে সৌদি ব্যাংকগুলোয় জমাকৃত আমানতের পরিমাণ বেড়েছে। মহামারির কারণে ব্যাংকিং ব্যবস্থার অন্যান্য ব্যবস্থায় চাপ বাড়লেও, সে প্রভাব পড়েনি আমানত প্রবৃদ্ধিতে। অডিট ফার্ম কেপিএমজি'র সাম্প্রতিক এক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
সৌদিতে বাণিজ্যিক ব্যাংকে আমানত ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে ৪৯ হাজার ৬৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে। অথচ গত ৩০জুনে সমাপ্ত মেয়াদে ঋণ আদায় বাবদ ৪১.৪ শতাংশ লোকসান হয়েছে। যার পরিমাণ ২২৯ কোটি ৩০ লাখ ডলার। অর্থাৎ, ঋণ সঞ্চালন কমার সঙ্গে জামানত বৃদ্ধির সম্পর্ক দেখা যাচ্ছে। খবর আরব নিউজের।
ঋণ ব্যবসার এ ক্ষতি সামাল দিতে ইতোমধ্যেই দেশটির আর্থিক প্রতিষ্ঠানের জন্য ১৯শ' কোটি ডলারের বেশি তারল্য সঞ্চারের ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
কেপিএমকজি'র সৌদি শাখা ব্যবস্থাপক খলিল ইব্রাহিম আল-সিদাইস বলেন, ''সবটাই ভালো বা মন্দ এমন বলা যাবে না। ব্যাংকিংখাতে আশার আলো জাগিয়েছে সরকার, কেন্দ্রীয় ব্যাংক এবং অন্যান্য আর্থিকখাত নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের দেওয়া সহায়তা। এর আগেও নানা সঙ্কটের সময়ে তাদের সফল পদক্ষেপের প্রভাব আমরা লক্ষ্য করেছি।''
দ্বিতীয় প্রান্তিকে সৌদি আরবের ব্যাংকিংখাতে এ মিশ্র চিত্র ছিল স্পষ্ট। এসময়ে বাণিজ্যিক ব্যাংকের মোট মুনাফা ৭.৪ শতাংশ কমে ৫৫০ কোটি ডলারে নেমে আসে।