মামলা নিয়ে ভীত নই: নেভাডার অ্যাটর্নি জেনারেল
নির্বাচনের ফলাফল নিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের যেকোনো আইনি অভিযোগ মোকাবেলায় নেভাডা প্রস্তুত বলে জানিয়েছে রাজ্যটির অ্যাটর্নি জেনারেল অ্যারন ফোর্ড। এ বিষয়ে ফোর্ড সিএনএন-কে জানান, 'এ ব্যাপারে আমরা অদম্য, ট্রাম্পের বিরুদ্ধে আমাদের সংগৃহীত অভিযোগের বিবরণী দেখলেই বুঝতে পারবেন। এ পর্যন্ত ট্রাম্প আমাদের বিরুদ্ধে দুইবার কি তিনবার মামলা করেছেন। প্রতিবারই নেভাডা প্রশাসন মামলায় ট্রাম্পকে হারিয়েছে।'
গত মাসের শেষের দিকে ট্রাম্পের প্রচারণা শিবির এবং নেভাডার রিপাবলিকান দলের সদস্যরা ডাকযোগে ভোটগ্রহণ ও গণনা প্রক্রিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে মামলা করে। নির্বাচনের দিনে ২৪ ঘণ্টা আগেই এই মামলা খারিজ করে দেন বিচারক। ফোর্ড বলেন, 'নকল স্বাক্ষর ও প্রতারণা চিহ্নিত করার জন্য আমাদের প্রযুক্তিগত ব্যবস্থা আছে। ট্রাম্পের আইনি পদক্ষেপের বিরুদ্ধে আমরা অপরাজেয়।'
উল্লেখ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নেভাডায় ট্রাম্পের চাইতে এগিয়ে আছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এখনও গোণা বাকি ডাকের মাধ্যমে আসা লাখ লাখ ব্যালট। রাজ্যটিতে এখন পর্যন্ত ৭৫ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। দশমিক ছয় শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন বাইডেন। ইতোমধ্যেই তিনটি রাজ্যে ভোট পুনর্গণনার দাবিতে মামলা করা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের পক্ষ থেকে।