মার্কিন ক্যাপিটল ভবনে দাঙ্গাকারী ‘কিউঅ্যানন শামান’কে তিন বছরের কারাদণ্ড
বুধবার এক মার্কিন ফেডারেল বিচারক যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে দাঙ্গার সঙ্গে জড়িত 'কিউঅ্যানন শামান' নামে পরিচিত এক ব্যক্তিকে ৪১ মাসের কারাদণ্ড দিয়েছেন।
সর্বশেষ মার্কিন নির্বাচনে জো বাইডেনের বিপরীতে ডোনাল্ড ট্রাম্প হেরে যাওয়ার পর, ট্রাম্পের অনুসারীরা ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলা চালায়। সেই দাঙ্গায় মাথায় শিং ও মুখে রঙ লাগিয়ে অংশ নেয় কিউঅ্যানন শামান বা জ্যাকব চ্যান্সলি।
প্রসিকিউটররা চ্যান্সলিকে দীর্ঘ ৫১ মাস কারাদণ্ড দেওয়ার সুপারিশ করেছিলেন মার্কিন জেলা বিচারক রয়েস ল্যামবার্থের কাছে। নির্বাচনকে প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়কে স্বীকৃতি দেওয়া থেকে বিরত রাখার চেষ্টায় ক্যাপিটল ভবনে হামলা ও অফিসিয়াল কার্যক্রমকে বাধা দেওয়ার অপরাধে চলতি বছরের সেপ্টেম্বরে দোষী সাব্যস্ত করা হয় জ্যাকব চ্যান্সলিকে। এই অপরাধে তার সঙ্গে জড়িত ছিলেন আরও কয়েক হাজার মানুষ।
বিচারক ল্যামবার্থ জানান, ৩৪ বছর বয়সী চ্যান্সলি আদালতের সামনে নিজেকে নির্দোষ প্রমাণে আপ্রাণ চেষ্টা করেছিলেন।
জানুয়ারিতে গ্রেপ্তার হওয়ার পর থেকে কারাগারে আটক রয়েছেন তিনি। ৪১ মাস কারাদণ্ডের সঙ্গে, মুক্তি পাওয়ার পর চ্যান্সলিকে আরও তিন বছরের প্রবেশন কারাদণ্ডও দিয়েছেন বিচারক।
সূত্র: রয়টার্স