ম্যাকডোনাল্ডস এর বার্গার নকল করে আইনের গ্যাঁড়াকলে হাংরি জ্যাক
কাপড়ের নকশা, গয়নার নকশা এমনকি খাবারের রন্ধনপ্রণালি নকল করার কথা আগে শোনা গেলেও, বার্গারের পাউঁরুটি নকল করার বিষয়টি বোধহয় এই প্রথম শোনা গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ফাস্টফুড চেইন প্রতিষ্ঠান হাংরি জ্যাক এর বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে দেশটির আরেক বহুজাতিক ফাস্টফুড চেইন প্রতিষ্ঠান ম্যাকডোনাল্ডস।
গত সোমবার এক ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করে ম্যাকডনাল্ডস বলে, তাদের 'বিগ ম্যাক' বার্গারটি অবিকল নকল করেছে হাংরি জ্যাক। 'দুইটা বিফ প্যাটি, স্পেশাল সস বা চাটনি, লেটুস পাতা, আচার, চিজ, পেয়াজ এমনকি, তিল দেওয়া পাঁউরুটিটা পর্যন্ত', যা ১৯৭৪ সাল থেকে নিজেদের 'গ্রিসি ট্রিট' এর মার্কেটিং এ ব্যবহার করে আসছে ম্যাকডোনাল্ডস।
এদিকে অনলাইনে হাংরি জ্যাকের 'বিগ জ্যাক' বার্গারের বর্ণনায় লেখা- '১০০% অস্ট্রেলিয়ান বিফ প্যাটির উপরে থাকছে চিজ, স্পেশাল সস বা চাটনি, লেটুস পাতা, আচার, চিজ, পেয়াজ, তিল দেওয়া পাঁউরুটি'।
গত জুলাই মাসে 'মেগা ম্যাক' নামে এই বার্গার নিয়ে আসে হাংরি জ্যাক। অর্থাৎ ম্যাকডোনাল্ডস এর 'বিগ ম্যাক' এর সঙ্গে নামেও কিছুটা মিল আছে এর। এর পর থেকেই আসলে আইনি লড়াইটা শুরু হয়।
আদালতে অভিযোগ আনার সময় ম্যাকডোনাল্ডস বলে, 'ওদের এই বার্গার খেতে গেলে ক্রেতারা মনে করবে এর সঙ্গে ম্যাকডোনাল্ড'স এর কোন সংযোগ আছে। কেননা দুইটি বার্গারের নাম একই রকম, এবং দেখতেও সদৃশ'।
আদালতের কাছে নিজেদের 'বিগ ম্যাক' বার্গারটির ট্রেডমার্ক এর পক্ষে ন্যায় এর পাশাপাশি হাংরি জ্যাক এর 'মেগা ম্যাক' এর নাম লেখা সমস্ত বিল্বোর্ড, লিফলেট, বিজ্ঞাপনী প্রচারণা নামিয়ে ফেলার ও ধ্বংস করার আবেদন করে ম্যাকডোনাল্ড'স।
এই বিষয়ে হাংরি জ্যাকের এক মুখপাত্র বলেন, 'আদালতের কাছ থেকে আমাদের কাছে এখনও পর্যন্ত কোন আইনী দলিল পাঠানো হয়নি। তাই এব্যাপারে আমরা কিছু বলতে পারছি না'।
মার্কিন ফাস্টফুড প্রতিষ্ঠান বার্গার কিং এর অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজির নাম 'হাংরি জ্যাক'। ১৯৭১ সালে এটি প্রতিষ্ঠিত হওয়ার ৪ বছর আগে বাজারে 'বিগ ম্যাক' নিয়ে এসেছিল ম্যাকডোনাল্ড'স। বর্তমানে অস্ট্রেলিয়ায় এর ৪০০টি আউটলেট আছে, আর ম্যাকডোনাল্ডসের আছে ৯৭০টি!
সূত্র: দ্য গার্ডিয়ান