যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে বাইডেনের সর্বোচ্চ ভোট প্রাপ্তির রেকর্ড
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তবে ইলেক্টোরাল কলেজ পদ্ধতির কারণে দেশটিতে পপুলার ভোট বিজয়ী নির্ধারণ করে না।
বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা ফলাফলে দেখা যায়, নির্বাচনের ভোট গণনা শেষ হওয়ার আগেই পপুলার ভোট প্রাপ্তির ক্ষেত্রে রেকর্ড গড়েছেন জো বাইডেন।
ডেমোক্র্যাট দলের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়েও বেশি ভোট পেয়েছেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে ওবামা ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজারের মতো ভোট পান।
সর্বশেষ হিসাব অনুযায়ী বাইডেন ভোট পেয়েছেন ৭ কোটি ২১ লাখ ৩০ হাজারের বেশি। নির্বাচনে জিততে আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট দরকার বাইডেনের। ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন ডোনাল্ড ট্রম্পের চেয়ে ৩০ লক্ষ বেশি পপুলার ভোট পান, তবে ইলেক্টোরাল কলেজ ভোট বেশি পাওয়ায় ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।