যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড
অতীতের সব রেকর্ড ভেঙ্গেছে যুক্তরাষ্ট্রে করোনা আক্রান্তের পরিসংখ্যান। বৃহস্পতিবার এক দিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন নয় শতাধিক ব্যক্তি।
করোনায় এ পর্যন্ত দেশটিতে মারা গেছেন ১ লাখ ৩৩ হাজার ২৮৭ জন। আর সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯২ হাজার ৮০৮ জন।
করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারীতের আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র শীর্ষে। দেশটিতে প্রতিদিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন শয়ে শয়ে।
অথচ করোনাভাইরাসের প্রকোপ এমন বৃদ্ধির মধ্যেই স্কুল-কলেজ খুলে দেয়ার তোড়জোড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন।
এদিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৩৬০ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২২ লাখ ৩৮ হাজার ৩৪ জনে। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ লাখ ৬১ হাজার ৯৬৯ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৩৩ হাজার ২৮৭ জন। দেশটিতে আক্রান্তের সংখ্যাও বিশ্বে সর্বোচ্চ, ৩১ লাখ ১৭ হাজার ৯০১ জন। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৭ লাখ ৫৫ হাজার ৭৭৯ জন। এছাড়া মারা গেছেন ৬৯ হাজার ১৮৪ জন।
মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে যুক্তরাজ্য। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ হাজার ৬৮৭ জন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৯ হাজার ৯৫৪ জন।
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬৭ হাজার ২৯৬ জন, যাদের মধ্যে মারা গেছেন ২১ হাজার ১২৯ জন।
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৭ লাখ ৬ হাজার ২৪০ জন। আর মৃতের সংখ্যা ১০ হাজার ৮২৬ জন।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দেশে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন আর মারা গেছেন ২ হাজার ২৩৮ জন।
সূত্র: রয়টার্স, জন হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টার