যুক্তরাষ্ট্রে জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের অনুমোদন
এক ডোজের জনসন অ্যান্ড জনসনের কোভিড-২৯ ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এরফলে সামনের কয়েক সপ্তাহে আরও কয়েক লাখ মানুষ ভ্যাকসিন পাবেন, বিশ্বজুড়ে অন্যান্য দেশেও ভ্যাকসিন
জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া তৃতীয় ভ্যাকসিন, এর আগে দেশটিতে দু ডোজের ফাইজার/বায়োএনটেক ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হয়।
শুক্রবার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ১৮ বছর বা ততোর্ধ বয়সীদের জন্য এই ভ্যাকসিনের জরুরি ব্যবহার অনুমোদনের ঘোষণা দেয়। রোববার বা সোমবার থেকে টিকাদান কেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ শুরু হবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ভ্যাকসিনটির অনুমোদন প্রসঙ্গে এক বিবৃতিতে বলেছেন, "নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ে অবস্থা আরও খারাপ হওয়ার আশঙ্কাও আছে,"
একারণে জনসাধারণকে হাত ধোয়া, মাস্ক পরা ও সামাজিক সূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
তৃতীয় পর্যায়ের ট্রায়ালে একডোজের জনসন অ্যান্ড জনসনের চেয়ে দুই ডোজের এমআরএনএ ভিত্তিক দুটি ভ্যাকসিন ফাইজার ও মডার্নার বেশি কার্যকারিতার প্রমাণ মিলেছে। তবে এর সরাসরি তুলনাও সম্ভব নয়, কারণ ভ্যাকসিনগুলোর ট্রায়ালের উদ্দেশ্য ভিন্ন ছিল, এছাড়া জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের ট্রায়ালের সময় অধিক সংক্রামক অভিযোজিত নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ছিল।
যাদের ভ্যাকসিন নেওয়ার সুযোগ আছে তাদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান এফডিএ'র ভারপ্রাপ্ত কমিশনার ড. জ্যানেট উডকক।
"আমরা মনে করি সবগুলো ভ্যাকসিনই কার্যকর, সবগুলো ভ্যাকসিনই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ও মৃত্যুহার কমাতে ভূমিকা রাখবে," বলেন তিনি।
জনসন অ্যান্ড জনসনের বিশ্বব্যাপী ৪৪ হাজার মানুষের ওপর চালানো ট্রায়ালে ভ্যাকসিন গ্রহণের চার সপ্তাহ পরে মাঝারি-গুরুতর অসুস্থ হওয়ার ক্ষেত্রে ৬৬ শতাংশ কার্যকারিতার প্রমাণ পাওয়া গেছে। আর হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে ও মৃত্যু রোধে ভ্যাকসিনটির কার্যকারিতা শতভাগ।
জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিন সাধারণ রেফ্রিজারেটরেই সংরক্ষণ ও সরবরাহ সম্ভব, একারণে বিশ্বব্যাপী ভ্যাকসিনটির ব্যবহার হবে এমনটাই আশা করা হচ্ছে। ফাইজার/বায়োএনটেক বা মডার্নার ভ্যাকসিনের চেয়ে সহজেই ভ্যাকসিনটির বিতরণ সম্ভব।
ইতোমধ্যেই ভ্যাকসিনটির ১০০ মিলিয়ন ডোজ কিনে নিয়েছে যুক্তরাষ্ট্র, আগামী সপ্তাহের মধ্যেই ৩-৪ মিলিয়ন ডোজ বিতরণের পরিকল্পনা চলছে। এখন পর্যন্ত ৯০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন বিতরণ করেছে মার্কিন সরকার, এরমধ্যে কিছু ডোজ দ্বিতীয় ডোজ হিসেবেও ব্যবহৃত হয়েছে।
মার্কিন সরকারের প্রকাশিত তথ্যানুযায়ী, এখন পর্যন্ত ১৪ শতাংশ আমেরিকান অন্তত এক ডোজ ভ্যাকসিন পেয়েছেন।
- সূত্র: রয়টার্স