যুক্তরাষ্ট্রে স্কুলছাত্রের গুলিতে নিহত ৩, সন্দেহভাজন গ্রেপ্তার
মঙ্গলবার (৩০ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মিশিগান হাইস্কুলে এক স্কুলছাত্রের চালানো গুলিতে নিহত হয়েছে তার ৩ সহপাঠী; আহত হয়েছে আরও ৮ জন। একটি আধা-স্বয়ংক্রিয় হ্যান্ডগান দিয়ে গুলি চালায় ১৫ বছর বয়সী ঐ স্কুলছাত্র। ঘটনার পরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নিহতদের মধ্যে রয়েছেন ১৬ বছর বয়সী একজন ছাত্র এবং ১৪ ও ১৭ বছর বয়সী দুজন ছাত্রী। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের এই তথ্য দেন আন্ডারশেরিফ মাইকেল ম্যাককেব।
আহতদের মধ্যে রয়েছেন একজন শিক্ষক এবং বাকিরা ডেট্রয়েট থেকে প্রায় ৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত মিশিগানের অক্সফোর্ড হাই স্কুলের ছাত্রছাত্রী। ম্যাককেব জানিয়েছেন, আহতদের মধ্যে দুজনের অস্ত্রোপচার করা হচ্ছে এবং ছয়জনের অবস্থা স্থিতিশীল।
তবে, এই বন্দুক হামলার উদ্দেশ্য জানা যায়নি বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা স্কুলছাত্রটি একাই এই হামলা চালায় বলে তাদের ধারণা। ১৫ থেকে ২০টি গুলি চালানোর পরে তাকে কোনো গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় সে কোনো ধরণের প্রতিরোধ করেনি বলে জানান শেরিফ ম্যাককেব।
"পুরো ঘটনাটি পাঁচ মিনিটের মধ্যেই ঘটে যায়," বলেন তিনি।
সন্দেহভাজন ছাত্রটি পুলিশের কাছে এখন পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি বলে জানা গেছে।
মিনেসোটা টেকনিক্যাল কলেজ পরিদর্শনের সময় প্রেসিডেন্ট জো বাইডেন সাংবাদিকদের বলেন, "প্রিয়জনকে হারানোর অকল্পনীয় শোক সহ্য করা পরিবারগুলোর জন্য আমি সমব্যথী।"
- সূত্র- রয়টার্স