রমজান উপলক্ষে বিপণীকেন্দ্র খুলে দিচ্ছে আবুধাবি ও দুবাই
মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজান উপলক্ষে বিপণীবিতান এবং শপিং মলগুলো খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের দুই প্রদেশ; আবুধাবি ও দুবাইয়ের কর্তৃপক্ষ।
তবে নির্দিষ্ট সুরক্ষা বিধি মেনেই এসব ব্যবসা পুনরায় খোলার অনুমতি দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার এই বিষয়ে দোকান মালিক এবং ক্রেতাদের প্রতি এক বিশেষ দিক-নির্দেশনা জারি করা হয়েছে।
তবে ওই নির্দেশনায় ঠিক কবে থেকে বিপণন কেন্দ্রগুলো খোলার অনুমতি দেওয়া হবে, তা সুনির্দিষ্ট করে জানানো হয়নি। পরবর্তীতে যা নিশ্চিত করার হবে।
উপসাগরীয় ধনী দেশটির ক্রেতারা রমজান মাসে এমনই এক ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। খুশি হয়েছেন দোকান মালিকেরাও। করোনাভাইরাস জনিত লকডাউনের কারণে তাদের বিক্রয়ও শূন্যের কোঠায় নেমে এসেছে।
সংযুক্ত আরব আমিরাতে এখন পর্যন্ত ৮ হাজার ২০০ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত করা হয়েছে।
সাম্প্রতিক ঘোষণায়, আবুধাবির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় এবং দুবাই সরকার জানিয়েছে, নির্ধারিত সময় পর্যন্ত বিপণীকেন্দ্র খোলা রাখা, সীমিত সংখ্যক কর্মী এবং ক্রেতার উপস্থিতি নিশ্চিত করার শর্তে দোকানপাট চালুর অনুমতি দেওয়া হচ্ছে।
এর আওতায়, আবুধাবির বিপণী কেন্দ্রগুলো দুপুর ২টা থেকে রাত্রী ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। অন্যদিকে, দুবাইয়ে দিনে ১০ ঘণ্টার বেশি কোনো শপিং মল খোলা রাখা যাবে না।
বিপণী কেন্দ্রের ধারণ সক্ষমতার মাত্র ৩০ শতাংশ ক্রেতা একসঙ্গে সেখানে অবস্থান করতে পারবেন। তবে কাউকেই তিন ঘণ্টার বেশি সময় অবস্থান করতে দেওয়া হবে না। পাশাপাশি শপিং মলের পার্কিং স্পেসে রাখা গাড়ির সংখ্যা দুবাইয়ে ৭৫ শতাংশ এবং আবুধাবিতে তা ৫০ শতাংশ পর্যন্ত কমাতে হবে।
এছাড়াও, ৬০ বছরের অধিক বয়সী এবং ২-১৩ বছর বয়সীদের মলে ঢোকার অনুমতি দেওয়া হবে না।