ওয়েবসাইটে দিতে হবে প্রার্থীর অপরাধের রেকর্ড: ভারতের সুপ্রিম কোর্ট
রাজনীতিকে অপরাধমুক্ত করার উদ্যোগ নিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট। এর অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর ওয়েবসাইটে তাদের প্রার্থীদের বিরুদ্ধে চলমান মামলার বিস্তারিত বিবরণ তুলে ধরার নির্দেশনা দিয়েছেন সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার বিচারপতি এফ নরিমানের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশনা দেন।
এতে বলা হয়, বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের তথ্য অবশ্যই ফেসবুক বা টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করতে হবে। একই সঙ্গে বিষয়টি স্থানীয় ভাষার একটি ও জাতীয় একটি সংবাদপত্রে ছাপাতে হবে।
সুপ্রিম কোর্ট বলেন, মামলা থাকা কোনো প্রার্থীকে মনোনয়ন দেওয়ার ৭৪ ঘণ্টার মধ্যে নির্দেশনা মানার প্রতিবেদন নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে রাজনৈতিক দলগুলোকে। দলগুলো সুপ্রিম কোর্টের নির্দেশনা মানতে ব্যর্থ হলে বিষয়টি সর্বোচ্চ আদালতকে জানাবে নির্বাচন কমিশন।
গত চারটি সাধারণ নির্বাচনে রাজনীতিতে দুর্বৃত্তায়ন বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এ নির্দেশনা দিলেন ভারতের সুপ্রিম কোর্ট।
এর আগে ২০১৮ সালের সেপ্টেম্বরে প্রার্থীদের পূর্ব কোনো অপরাধে জড়িত থাকার বিষয়টি খোলাসা করতে রায় দিয়েছিলেন সুপ্রিম কোর্ট।
সে বিষয়টি মানা হচ্ছে না জানিয়ে সর্বোচ্চ আদালতে অবমাননাসংক্রান্ত একটি আবেদন করেন এক ব্যক্তি। এর পরিপ্রেক্ষিতে নতুন করে নির্দেশনা দিলেন সুপ্রিম কোর্ট।