রাজপদবি, রাজসম্মান সব ছেড়ে ‘সাধারণ’ যুবককে বিয়ে করলেন জাপানী রাজকুমারী
রাজকীয় মর্যাদা ত্যাগ করে কলেজ জীবনের প্রেমিককে বিয়ে করেছেন জাপানের রাজকুমারী মাকো। আজ মঙ্গলবার স্থানীয় এক ওয়ার্ড অফিসে মাকো ও তার স্বামী কেই কোমুরো তাদের বিয়ের কাগজপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
সাধারণ পরিবারের সন্তান কোমুরোকে বিয়ে করার জন্য রাজ পরিবারের পদমর্যাদা ও সকল সুযোগ সুবিধা হারাতে যাচ্ছেন মাকো।
জাপানের আইন অনুসারে রাজপরিবারের কোনো নারী সদস্য যদি কোনো সাধারণ পুরুষকে বিয়ে করেন, তবে তিনি রাজকীয় মর্যাদা হারাবেন। তবে রাজ পরিবারের পুরুষ সদস্যের বেলায় এ আইন প্রযোজ্য নয়।
রাজ পরিবারের কোনো সদস্যের বিয়ের ক্ষেত্রে যেসব আনুষ্ঠানিকতা অনুসরণ করা হয়, সেগুলোও পরিহার করেছেন মাকো। এছাড়া, কেউ রাজপদবি ছেড়ে দিলে তাকে ঐতিহ্য অনুযায়ী ১৩ লাখ মার্কিন ডলারের আর্থিক সহায়তা প্রদান করে থাকে রাজ পরিবার। মাকো এই পারিবারিক অর্থও প্রত্যাখ্যান করেছেন।
তিনিই রাজ পরিবারের প্রথম সদস্য যিনি উভয়ই প্রত্যাখ্যান করলেন।
জানা গেছে, বিয়ের পর মাকো ও কোমুরো দম্পতি যুক্তরাষ্ট্রে চলে যাবেন। পেশা জীবনে একজন আইনজীবী কোমুরো সেখানেই কাজ করেন।
এই দম্পতিকে ইতোমধ্যে ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং মেগান মার্কেলের সাথে তুলনা করা হচ্ছে। মাকো-কোমুরোকে 'জাপানের হ্যারি ও মেগান' হিসেবে আখ্যায়িত করছে স্থানীয়রা।
২০১২ সালে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়ার সময় প্রথম পরিচয় হয় মাকো ও কোমুরোর। একই সাথে পড়াশোনা করার সময়ই তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ২০১৭ সালে বাগদান হয় এই দম্পতির।
সূত্র: বিবিসি।