রাস্তায় জীবাণুনাশকের ব্যবহারে মরে না করোনার জীবাণু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনাভাইরাসের বিস্তার রোধে বিশ্বের অধিকাংশ দেশেই এখন নিয়মিতভাবে সড়ক ও জনপদে জীবাণুনাশক ছিটানো হচ্ছে। তবে এসব রাসায়নিক করোনার জীবাণুকে বেশকিছু কারণে দূর করতে তো পারেই না, বরং তা জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।
গতকাল শনিবার নানা প্রকার বস্তুতল জীবাণুমুক্ত করার নির্দেশনা সম্পর্কিত এক নথিতে হু এসব তথ্য জানিয়েছে।
হু বলছে, 'ঘরের বাইরে সড়ক ও বাজারের মতো নানা জায়গায় জীবাণুনাশক প্রয়োগ করার মাধ্যমে কোভিড-১৯ জীবাণু মরে না। কারণ রাস্তায় থাকা ধুলোবালি এবং ইট-পাথরের সংস্পর্শে এসব রাসায়নিক তার কার্যকারিতা হারায়।'
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরো জানিয়েছে, যদি ধুলো-ময়লা নাও থাকে, তারপরও জীবাণুনাশকের উপাদানগুলোর পক্ষে কম সময়ের মধ্যে পুরো জায়গায় ছড়িয়ে যাওয়া সম্ভব হয় না। ফলে ওর কার্যকারিতা অনেক কমে যায়। বরং এ জীবাণুনাশক ছড়ানোর ফলে পশু-পাখি থেকে শুরু করে মানুষের স্বাস্থ্যের ক্ষতি হতে পারে। তাই জনস্বাস্থ্যের নিরাপত্তা বিবেচনায় হু' ঘরের বাইরে জীবাণুনাশক ছিটানোর পরামর্শ দিচ্ছে না। খবর এএফপির।
ওই নথিতে আরও বলা হয়, কোনো ব্যক্তির ওপর কখনোই জীবাণুনাশক প্রয়োগ করা উচিত নয়। বিশেষ করে ক্লোরিন ও অন্যান্য টক্সিক রাসায়নিক উপাদান মানুষের চোখ ও ত্বকে খারাপ প্রভাব ফেলতে পারে । এ উপাদানগুলো শারীরিক ও মানসিকভাবে ক্ষতি করতে পারে। এমনকি এসব জীবাণুনাশক ছড়ানোর ফলে কোনো ব্যক্তি থেকে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা একটুও কমে না।
কেবল খোলা জায়গায় নয়, বাড়ির ভেতরেও জীবাণুনাশক ছড়িয়ে বিশেষ কোনো লাভ নেই বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, যদি জীবাণুনাশক ছড়াতেই হয়, তাহলে সবচেয়ে ভালো পদ্ধতি হলো, কোনো কাপড়ে নিয়ে তারপর তা দিয়ে মোছা।