শত্রুদের ওপর তীক্ষ্ণ নজর রাখতে ‘গুপ্তচর স্যাটেলাইট’ উৎক্ষেপণ করেছে ইসরায়েল
সামরিক গোয়েন্দা নজরদারির ক্ষেত্রে তথ্যের জন্য মহাকাশে একটি নতুন উচ্চ মানের গুপ্তচর স্যাটেলাইট পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল।
মধ্যপ্রাচ্যের আরেক ক্ষমতাধর ও পরমাণু শক্তি অর্জনে মরিয়া দেশ ইরানের ওপর আরও নজরদারি চালাতে নিজেদের গোয়েন্দা সক্ষমতা বৃদ্ধি করে যাচ্ছে ইসরায়েল। কারণ ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি বড় হুমকি হিসেবে দেখে দেশটি।
সোমবার সকালে মধ্য ইসরায়েলের একটি স্থান থেকে ওফেক ১৬ নামের এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়। আগের ওফেক স্যাটেলাইটের মতো এই উপগ্রহটিও স্থানীয়ভাবে বানানো শভিট রকেট দিয়ে উৎক্ষেপণ করা হয়।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেন, "সকল দিক থেকে সকল জায়গায় ইসরায়েলের সামর্থ্যকে আরও বৃদ্ধির চেষ্টা আমরা চালিয়ে যাবো।"
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, ওফেক ১৬ 'উন্নত ক্ষমতাসম্পন্ন একটি ইলেক্ট্রো-অপটিক্যাল পরিদর্শক উপগ্রহ'। এই উপগ্রহ থেকে এক সপ্তাহের মধ্যে ছবি পাঠানো হবে ইসরায়েলে।
সরকারী মালিকানাধীন ইসরায়েল এরোস্পেস ইন্ডাস্ট্রিজ এর তত্ত্বাবধানে এই উপগ্রহ তৈরির প্রকল্পটি পরিচালিত হয়। উপগ্রহের পে-লোড তৈরি করে প্রতিরক্ষা সামগ্রী নির্মাণের প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস।