শীতকালীন সরবরাহ সংকটের আশঙ্কায় চীনে নিত্যপণ্য মজুদের পরামর্শ
হুট করে চাহিদা বেড়ে শীতকালীন সরবরাহ সংকটের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে চীনা সরকার। চীনা পরিবারগুলোকে তাই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখার পরমার্শ দিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়।
গতকাল সোমবার মন্ত্রণালয় এক বিবৃতিতে স্থানীয় প্রশাসনকে সরবরাহ শৃঙ্খল নিশ্চিত রাখার পাশাপাশি পণ্যের দাম স্থিতিশীল রাখার নির্দেশ দেন।
বিবৃতিতে বলা হয়, স্থানীয় প্রশাসনকে অগ্রীম পদক্ষেপ হিসেবে মজুদ করে রাখা যায় এমন শাক-সবজি আগে থেকে কিনে রাখতে হবে। সরবরাহ শৃঙ্খলে যাতে ব্যাঘাত না ঘটে সেজন্য জরুরি সরবরাহ ব্যবস্থাও জোরদার করতে হবে।
চলতি বছর ভারী বৃষ্টিপাতের কারণে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় চীনে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। ফলে, অন্যান্য খাদ্যদ্রব্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছে বেইজিং।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্য ও খাদ্য অপচয় রোধে আরও জোর পদক্ষেপ গ্রহণের কথাও জানিয়েছে চীনা সরকার।
- সূত্র: রয়টার্স