সাইবার আক্রমণের শিকার বিশ্বের বৃহত্তম মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান
বিশ্বের সব চেয়ে বড় মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান জেবিএস সাইবার হামলার শিকার হয়েছে।
জেবিএস-এর কম্পিউটার নেটওয়ার্কগুলো হ্যাক করা হয়, যার ফলে অস্ট্রেলিয়া, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠানটির আংশিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায়; ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার শ্রমিক।
হোয়াইট হাউসের মতে, রাশিয়ায় অবস্থিত কোন অপরাধী গোষ্ঠী এই সাইবার হামলার নেপথ্যে থাকতে পারে। হামলায় মুক্তিপণও দাবি করা হয়।
হ্যাকাররা জেবিএসের কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে এবং মুক্তিপণ প্রদান না করা হলে তাতে সংরক্ষিত প্রতিষ্ঠানটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল মুছে ফেলার হুমকি দেয়।
হোয়াইট হাউস জানিয়েছে, এফবিআই এই হামলার তদন্ত করছে।
মঙ্গলবার হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে বলেন, "হোয়াইট হাউস এই বিষয়ে রাশিয়ান সরকারের সাথে সরাসরি যোগাযোগ করছে এবং এই বার্তাও দেয়া হয়েছে যে, দায়িত্বশীল কোন রাষ্ট্র কখনো মুক্তিপণ দাবি করা অপরাধীদের আশ্রয় দেয় না"।
এই আক্রমণের প্রভাবে মাংস সরবরাহের উপর চাপ পড়তে পারে এবং বিক্রয় মূল্যও বৃদ্ধি পেতে পারে।
জেবিএসের পক্ষ থেকে বলা হয়েছে, সাইবার আক্রমণ সমাধানে 'উল্লেখযোগ্য অগ্রগতি' সাধিত হয়েছে এবং তাদের আশা বুধবার থেকেই তাদের নেটওয়ার্ক আবারও কার্যকর হয়ে উঠবে।
আক্রমণটি শনাক্ত হওয়ার সাথে সাথে জেবিএস তার ক্ষতিগ্রস্ত সকল আইটি সিস্টেম স্থগিত করে দেয়; তবে কোম্পানির ব্যাক আপ সার্ভার ঠিক আছে।
তবে এর প্রভাব যেন কর্মচারীদের বেতনের ওপর না পড়ে সে অনুরোধ জানিয়েছে ইউনাইটেড ফুড অ্যান্ড কমার্শিয়াল ওয়ার্কার্স ইউনিয়ন।
বিলিং এবং শিপিংসহ একাধিক স্তরে কম্পিউটার ব্যবহার করা হয় ফলে আধুনিক মাংস প্রক্রিয়াকরণ ব্যবস্থায় আইটি সিস্টেম অপরিহার্য।
যুক্তরাষ্ট্রে জেবিএসের পাঁচটি বৃহত্তম মাংস প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে এবং কার্যক্রম স্থগিতের ফলে এর এক-পঞ্চমাংশ মাংসের উৎপাদন ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। সুপারমার্কেট এবং ম্যাকডোনাল্ডের মত প্রতিষ্ঠানগুলো অচিরেই এ প্রভাব টের পাবে।
জেবিএস বিশ্বের বৃহত্তম মাংস সরবরাহকারী প্রতিষ্ঠান যাদের ১৫টি দেশে ১৫০টিরও অধিক মাংস প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে। ১৯৫৩ সালে ব্রাজিলে এটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির দেড় লক্ষাধিক কর্মী রয়েছে। তারাই যুক্তরাষ্ট্রে বৃহত্তম গো-মাংস উৎপাদক। দেশটির এক-চর্তুথাংশ মাংস প্রক্রিয়াকরণ ও সরবরাহ করে থাকে জেবিএস। পাশাপাশি এক-পঞ্চমাংশ পর্কও তারা প্রক্রিয়াকরণ করে থাকে।
- সূত্র-বিবিসি