হিমালয়ের পার্বত্যপথে আটকা পড়েছেন শত শত ট্র্যাকার
করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় বাংলাদেশ, ভারতের মতো প্রতিবেশী নেপালেও চালু করা হয়েছে দেশজুড়ে লকডাউন। এই প্রেক্ষিতে দেশটির হিমালয় পর্বতমালার উঁচু পাহাড়ি পথে শত শত বিদেশি ট্র্যাকার আটকা পড়েছেন।
এদের মাঝে অবশ্য স্থানীয় ট্র্যাকাররাও আছেন, আর বিদেশিদের সংখ্যা পাঁচশ জন বলে নিশ্চিত করেছেন নেপাল পর্যটন বোর্ডের এক মুখপাত্র।
শ্রদ্ধা শ্রেষ্ঠা নামের ওই মুখপাত্র দেশটির চারটি সুউচ্চ পাহাড়ি পথে কমপক্ষে পাঁচশ বিদেশি ট্র্যাকার আটকা পড়েছেন বলে জানান। এরা লকডাউনের কারণে নেমে এসে রাজধানী কাঠমুন্ডু বা আশেপাশের কোনো জনপদে ফিরতে পারছেন না। খবর বিবিসির
এই অবস্থায় নানা দেশের সরকারি সংস্থার সঙ্গে একযোগে কাজ করে আটকা পড়া ট্র্যাকারদের রাজধানী কাঠমান্ডুতে সরিয়ে নিয়ে আসার চেষ্টা চলছে বলে সিএনএনকে জানান ওই মুখপাত্র।
তিনি বলেন, আমরা তাদের নিরাপদে কাঠমান্ডুতে সরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি যাতে দূতাবাসগুলো তাদের নিজ নিজ দেশের নাগরিকদের বিশেষ বিমানে করে নিজ দেশে ফিরিয়ে নিতে পারেন।
শ্রেষ্ঠা আরও জানান, আটক ট্র্যাকাররা যেন কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করতে পারেন সেজন্য নেপাল ট্যুরিজম বোর্ড একটি বিশেষ ওয়েবসাইটও চালু করেছে।
এর আগে নেপালে অবস্থিত ব্রিটিশ দূতাবাস নিজ দেশের নাগরিকদের মধ্যে যারা দেশে ফিরে যেতে চান তাদের সকল বৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই প্রেক্ষিতে দূতাবাসের কর্মীরা যথাযথ পদক্ষেপ নেবে বলেও আশ্বস্ত করা হয় নেপালস্থ ব্রিটিশ দূতাবাসের টুইট বার্তাটিতে।
এর আগে অবশ্য চলতি মাসের গোড়াতেই করোনা ভাইরাস মোকাবেলায় এভারেস্ট শৃঙ্গ এবং হিমালয়ের অন্যান্য পর্বত আরোহনের সকল অনুমতি ও ভিসা বাতিল করেছিল নেপাল সরকার।