১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান ছাড়বে মার্কিন সেনারা
আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দিতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তারা দেশটির সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।
গত বছরই এ নিয়ে তালিবানদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প প্রশাসন প্রতিশ্রুতি দেয়, ১ মে'র মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া হবে। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর বলেন, ১ মে'র সময়সীমা পূরণ করা কঠিন হবে।
সেক্ষেত্রে ৯/১১ ঘটনার ২০ বছর পূর্তির প্রাক্কালে, অর্থাৎ আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
মার্কিন ও ন্যাটোর কর্মকর্তাদের দাবি, কট্টরপন্থী তালিবানরা সহিংসতা হ্রাসের প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে।
মার্কিন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, তালিবানদের ইতিমধ্যে সতর্ক করা হয়েছে যে, তারা যদি সেনা প্রত্যাহারকালীন সময়ে কোনরূপ আক্রমণ করে বসে, তবে তাদেরকে এর বিপরীতে 'জোরালো প্রতিক্রিয়া জানানো হবে'।
প্রেসিডেন্ট জো বাইডেন বুধবার নিজেই সেনা প্রত্যাহারের ঘোষণা দেবেন বলে শোনা যাচ্ছে।
প্রসঙ্গত, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য সংস্থা এবং প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সন্ত্রাসী হামলা চালানো হয়। এই হামলার জন্য তালিবানদের দায়ী করে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের নেতৃত্বে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে এ সন্ত্রাসী হামলা 'নাইন-ইলেভেন' নামে পরিচিত।
- সূত্র-বিবিসি