৪ দিনের মধ্যেই আবার সার্ভার ডাউন, ক্ষমা চাইল ফেসবুক
কয়েকদিন আগেই পরিষেবা ব্যাহত হয়েছিল ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের। একই সপ্তাহে ফের একবার 'ডাউন' হয়ে পড়ল ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং ওয়ার্কস্পেস। এর জন্য গ্রাহক এবং এই অ্যাপ ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক।
যেকোনও অ্যাপে বিভ্রাট ট্র্যাক করে ডাউনডিটেক্টর। সেই ডাউনডিটেক্টরেই উঠে আসে যে, শুক্রবার মধ্য রাতের পর ফেসবুকের মালিকানাধীন ফটো-শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ ব্যবহারে সমস্যা পড়ছেন গ্রাহকরা। এই সংক্রান্ত বেশকিছু রিপোর্ট জমা পড়েছে। এরপরই একটি বিবৃতি প্রকাশ করে ফেসবুকের পক্ষ থেকে বলা হয়, 'গত কয়েক ঘণ্টায় যারা আমাদের প্রোডাক্ট ব্যবহার করতে পারেননি তাদের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত।'
সাম্প্রতিক আউটেজের সময় কিছু ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম ফিড লোড করতে পারছিলেন না এবং অন্যরা ফেসবুক মেসেঞ্জারে বার্তা পাঠাতে পারছিলেন না। এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার পরিষেবা ব্যাহত হওয়ায় তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা মিম (memes) তৈরীতে মেতে ওঠেন। দ্রুত তা টুইটারে শেয়ার হতে থাকে।
এক টুইটার ব্যবহারকারী লেখেন, 'মনে হচ্ছে ফেসবুক এক সপ্তাহে মাত্র তিন দিন কাজ করে। সোমবার এবং শুক্রবার সংস্থা বন্ধ!'