৫ মে তৃতীয়বারের মতো পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা
পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জিতলেও নিজ নির্বাচনী আসন নন্দীগ্রামে হেরে গেছেন দলের প্রধান মমতা ব্যানার্জি। খুব সামান্য ভোটের ব্যবধানে মমতার আসন দখল করেছেন বিজেপি নেতা এবং এককালে মমতার ঘনিষ্ঠ পরামর্শক শুভেন্দু অধিকারী।
তারপরও দল মনোনয়ন দেওয়ায় আগামী ৫ মে' তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা ব্যানার্জি। দলের বড় আকারের জয়ের পর আজ সোমবার (৩ মে) এ ঘোষণা দেন তৃণমূলের অন্যতম নেতা ও মন্ত্রী পার্থ চ্যাটার্জি।
আজকেই পশ্চিমবাংলার রাজ্যপাল (গভর্নর) জগদীপ ধনখরের সাথে মমতার দেখা করার কথা। রোববার পশ্চিমবাংলাসহ আরও পাঁচটি রাজ্যে চূড়ান্ত ভোট গণণা শেষে রাজ্যপাল নিজেই মমতাকে নিয়ম অনুসারে আনুষ্ঠানিক সাক্ষাতের আমন্ত্রণ জানান।
রোববার সন্ধ্যায় করা এক টুইট বার্তায় তিনি বলেন, "পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজয়ী হওয়ায় মমতা ব্যানার্জি ও তার দলকে অভিনন্দন জানাই। আগামীকাল সন্ধ্যেরাত ৭টায় মাননীয় মুখ্যমন্ত্রী রাজভবনে (গভর্নরের বাসভবন) আমার সাথে দেখা করতে আসছেন।
২০১১ সালের নির্বাচনে তৎকালীন শাসকদল বামফ্রন্টকে বিশাল ব্যবধানে পরাজিত করে প্রথমবার ক্ষমতায় আসে তৃণমূল, মমতাও প্রথমবার মুখ্যমন্ত্রী হন। এরপর পাঁচ বছর পর ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল আবারও হয় পায়, এবং দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদলাভ করেন মমতা ব্যানার্জি।
- সূত্র: হিন্দুস্তান টাইমস