ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ২৯
রোববার ফিলিপাইনে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। ফিলিপাইনের সশস্ত্র বাহিনীর প্রধান খবরটি নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হওয়ার কথা জানা গেছে। এটি গত প্রায় ৩০ বছরের মধ্যে ওই দেশের সবচেয়ে বড় সামরিক বিমান দুর্ঘটনা।
দেশটির সুলু প্রদেশের জোলো আইল্যান্ডে অবতরণের সময় সি-১৩০ মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। সেনাপ্রধান জেনারেল কিরিলিটো সোবেজানার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
বিমান বাহিনীও এক বিবৃতিতে জানিয়েছে, সি-১৩০ বিমানের অবতরণকালেই দুর্ঘটনাটি ঘটে। অবতরণের চেষ্টায় থাকা বিমানটি রানওয়ে খুঁজে পাচ্ছিল না।
সোবেজানা রয়টার্সকে জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে বিমানটি বিধ্বস্তের ঘটনা ঘটে; এটি জোলো বিমানবন্দর থেকে কেবল কয়েক কিলোমিটার (মাইল) দূরে ছিল।
সোবেজানা বলেন, "উদ্ধারকারী দল এই মুহূর্তে ঘটনাস্থলেই রয়েছে; প্রার্থনা করছি আমরা যেন আরও বেশি সংখ্যক মানুষকে উদ্ধার করতে পারি"।
বিমানটির ধ্বংসাবশেষ থেকে ২৯ জনের মৃতদেহ এবং ৫০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। জীবিতদের পাঠানো হয়েছে হাসপাতালে। তবে এখনো আরও ১৭ জনের সন্ধান মিলেনি।
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে সামরিক বাহিনী।
বিমানের আরোহীদের মধ্যে অনেকেই সম্প্রতি সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যৌথ টাস্কফোর্সের অংশ হিসাবে তাদের দ্বীপটিতে মোতায়েন করা হয়েছিল।
উল্লেখ্য, ফিলিপাইনে দক্ষিণাংশে আবু সায়াফের মতো মুক্তিপণ আদায়কারী বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো সক্রিয় থাকায় এসব অঞ্চলে সামরিক বাহিনীর উপস্থিতিও প্রচুর।
-
সূত্র: রয়টার্স