‘ব্যাটলগ্রাউন্ডে’ ট্রাম্পের দাপট
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে 'ব্যাটলগ্রাউন্ড' হিসেবে পরিচিত গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের চেয়ে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিএনএন এর দেওয়া বুথ ফেরত জরিপে দেখা যায়, এখন পর্যন্ত ৯টি ইলেক্ট্রোরাল ভোটবিশিষ্ট কলোরাডো অঙ্গরাজ্যে জিতেছেন জো বাইডেন। ১০ ইলেক্ট্রোরাল ভোটের মিনাসোটাতেও জিতে গেছেন তিনি। ১১ ভোট সম্পন্ন অ্যারিজোনাতেও তার জয়ের আভাস মিলেছে। তবে বাকীগুলোর ফলাফল এখনো ঘোষণা না করা হলেও, গণনা করা ভোটে এগিয়ে আছেন ট্রাম্প।
সিএনএন এর পরিসংখ্যানে দেখা যায়, ব্যাটলগ্রাউন্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য ফ্লোরিডাতে ৫১ দশমিক ২ শতাংশ ভোট নিয়ে এগিয়ে আছেন ট্রাম্প। এছাড়াও জর্জিয়া, আইওয়া, মিশিগান, নেভাদা অঙ্গরাজ্যেও ট্রাম্পের জয়ের আভাস মিলেছে। এই স্টেটগুলো থেকে বেশি ইলেক্ট্রোরাল ভোট ট্রাম্পের ঝুড়িতে গেলে এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে বাইডেনকে অনেকটাই ধরে ফেলবেন ট্রাম্প।
দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। জো বাইডের ঝুলিতে এখন পর্যন্ত পড়েছে ২২৩টি ইলেকট্রোরাল ভোট এবং ট্রাম্পের ঝুলিতে পড়েছে ১৭৪ ভোট।