নির্বাচনী দিনে চাঙ্গাভাব মার্কিন পুঁজিবাজার সূচকে
নির্বাচন ঘিরে নাগরিক বিভাজন এর আগে কখনোই এত বেশি দেখা যায়নি যুক্তরাষ্ট্রে। তবে ট্রাম্প বা বাইডেনের মধ্যে যেকোন একজন যে বিপুল ব্যবধানে বিজয়ী হবেন- এমন আশা করছেন মার্কিন বিনিয়োগকারীরা।
সেই আস্থার সুবাদেই নির্বাচনের দিন ওয়াল স্ট্রিটের পুঁজিবাজারের প্রধান সূচকগুলো শক্তিশালী অবস্থান নিয়ে লেনদেন শুরু করেছে।
কার্যদিবস শুরু হওয়া মাত্রই সকাল নাগাদ ডাউ জোন্স শিল্পসূচক ৩৪১ পয়েন্ট বেড়ে ২৭,২৬৬.৯৬ পয়েন্টে উন্নীত হয়।
বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের অর্থনীতিবিদ ইয়ান হাৎজিউস গ্রাহকদের প্রতি এক নোটে লিখেছেন, 'নির্বাচনী রাতেই এবার সুপষ্ট ফলাফল পাওয়ার জোর সম্ভাবনা রয়েছে।'
প্রধান কারণ প্রাক-নির্বাচনী জরিপে বাইডেন এগিয়ে আছেন; অ্যারিজোনা, ফ্লোরিডা, জর্জিয়া, নর্থ ক্যারোলিনার মতো কিছু রাজ্যে। এই রাজ্যগুলো অন্যদের আগেই ফলাফল ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছে।
- সূত্র: আল জাজিরা