বিশ্বের প্রথম দেশ হিসেবে সাপ্তাহিক কর্মদিবস সাড়ে ৪ দিন করছে আরব আমিরাত
নতুন বছরে কমে আসছে সংযুক্ত আরব আমিরাতের চাকরিজীবীদের কাজের চাপ। কেননা ২০২২ সালের জানুয়ারি থেকেই বিশ্বের প্রথম দেশ হিসেবে সপ্তাহে সাড়ে চার দিন অফিস চালু করতে যাচ্ছে দেশটি।
আগামী মাস থেকে আরব আমিরাতের সাপ্তাহিক ছুটি শুরু হবে শুক্রবার দুপুরে। অর্থাৎ শুক্রবার অর্ধদিবস এবং শনি ও রোববার প্রায় তিন দিন ছুটি কাটাবেন দেশটির চাকরিজীবীরা।
আরব আমিরাত সরকার আশা করছে, নতুন এই লম্বা সাপ্তাহিক ছুটি কর্মীদের চাকরিজীবনের ভারসাম্য বাড়াতে রাখতে সাহায্য করবে। তাছাড়াও বাড়তি ছুটি কর্মীদের সামাজিক জীবন আরও গতিশীল করবে বলে আশাবাদী দেশটির সরকার।
সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যের বাণিজ্য ও পর্যটনের কেন্দ্র। দেশটিতে এখন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। দেশটির নতুন এই কর্মদিবস তৈরি করা হয়েছে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্য, অর্থব্যবস্থা ও লেনদেনে সামঞ্জস্য আনতে।
আমিরাত সরকার এক বিবৃতিতে বলেছে, নতুন এই পদক্ষেপ শনি ও রোববার যেসব দেশের সাপ্তাহিক ছুটি আছে, সেই দেশগুলোর সঙ্গে আর্থিক, বাণিজ্যিক ও অর্থনৈতিক লেনদেন সহজ করবে। পাশাপাশি শক্তিশালী আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক দৃঢ় করবে এবং আমিরাতভিত্তিক ও বহুদেশীয় কয়েক হাজার কোম্পানির জন্য সুযোগ খুলে দেবে।
প্রতিবেশী সৌদি আরবকে অর্থনীতিতে পেছনে ফেলার জন্য গত কয়েক বছর ধরে বিদেশি বিনিয়োগ টানতে নানা পদক্ষেপ নিয়েছে আমিরাত। এর অংশ হিসেবেই সাপ্তাহিক ছুটির নতুন এই নিয়ম কার্যকর করতে যাচ্ছে দেশটি।
কর্মীদের ওপর কাজের চাপ কমিয়ে তাদের ভেতর থেকে সেরাটা বের করে আনতে অনেক দেশই কর্মদিবস কমিয়ে আনার কথা ভাবছে। ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এই কৌশলের আশ্রয় নিতে দেখা গেছে। বিভিন্ন প্রতিষ্ঠান বলছে, ছুটির পরিমাণ বাড়িয়ে ভালো ফল পাওয়া গেছে। সম্প্রতি ভারতেও কর্মদিবস ৪ দিন করার ঘোষণা দেওয়া হয়েছে। কর্মীদের সপ্তাহে পাঁচদিনের বদলে চার দিন কাজ করানোর জন্য নতুন এ শ্রম আইন কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে দেশটিতে। আরব আমিরাতও কর্মদিবস কমিয়ে সাফল্য পেলে আরও অনেক দেশ তাদের পথে হাঁটতে পারে।