ফ্রান্সে কেন গাড়ি পুড়িয়ে নববর্ষ উদযাপন, এবার পুড়ল ৮৭৪ গাড়ি!
ফ্রান্সে নববর্ষ উদযাপনের সময় মোট ৮৭৪টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির পুলিশ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গাড়ি পোড়ার এই সংখ্যা ২০১৯ সালের তুলনায় যথেষ্ট কম ছিল। কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিশৃঙ্খলা এড়াতে আটককৃত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এ বছর।
কোভিড-১৯ মহামারি মোকাবেলায় গত বছর এ সময়ে ফ্রান্সে কারফিউ জারি করা হয়েছিল। ফলে ২০২১ সালে নতুন বছর বরণে হতাহতের তেমন ঘটনা ঘটেনি।
২০০৫ সালে বেশ কয়েকটি শহরে দাঙ্গার পর থেকে ফরাসি শহরতলিতে গাড়ি পোড়ানো রীতিমত একটি বার্ষিক ইভেন্টে পরিণত হয়েছে।
ফরাসি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক নববর্ষ উদযাপনের সময় ৩২ হাজার দমকলবাহিনী ও নিরাপত্তাবাহিনীর সদস্যসহ প্রায় ৯৫ হাজার পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছিল পুরো দেশজুড়ে।
মহামারি নিয়ন্ত্রণে আসায় বিধিনিষেধ আংশিকভাবে তুলে নেওয়া হয়েছিল ফ্রান্সে। তবে, নতুন ওমিক্রন ধরনের উদ্বেগে চলতি মাসে আরও কিছু নিয়ম কার্যকর করা হবে বলে জানা গেছে। করোনা মোকাবেলায় ইতোমধ্যে প্যারিসে মাস্ক পরা আবারও বাধ্যতামূলক করা হয়েছে। নববর্ষ উদযাপনের সময় মাস্ক না পরায় জরিমানা করা হয় ৭৭৯ জনকে।
এছাড়া, জানুয়ারির ৩ তারিখ থেকে যেকোনো জনসমাবেশে লোক সংখ্যা যেন ২ হাজারের বেশি অতিক্রম না করে এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।
- সূত্র: বিবিসি