‘এটাই কি ইমরান খানের নতুন পাকিস্তান?’, সাবেক স্ত্রীর গাড়ি লক্ষ্য করে হামলা!
পারিবারিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তদের হামলার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম খান। সোমবার (৩ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
ঘটনার প্রেক্ষিতে টুইটারে নিজের ক্ষোভ প্রকাশের পাশাপাশি ইমরান খানের 'নয়া পাকিস্তান'-এর দিকে আঙুল তুলেছেন রেহাম খান। টুইটারে তিনি লেখেন, "ভাগ্নের বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলাম। এসময় আমার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয় এবং মোটরসাইকেলে থাকা দুজন ব্যক্তি আমাদের বন্দুকের মুখে আটকে রাখে। এর জন্য সাথে সাথেই আমাকে গাড়ি বদল করতে হয়েছে। কিন্তু আমার পিএস এবং ড্রাইভার তখনো গাড়ির ভেতরেই ছিল। এটাই কি ইমরান খানের নতুন পাকিস্তান? তাহলে কাপুরুষ, লোভী ও প্রতারকদের রাজ্যে আপনাকে স্বাগতম!"
পাকিস্তান সরকারের কট্টর সমালোচক রেহাম খান নিজে একজন অধিকারকর্মী এবং তিনি মনে করেন, এ ঘটনার দায় পাকিস্তান সরকারকেই নিতে হবে।
ভিন্ন আরেকটি টুইটে তিনি লেখেন, "আমি গড়পড়তা পাকিস্তানি নাগরিকদের মতো করেই বাঁচতে এবং মরতে চাই। হয় কোনো কাপুরুষ টার্গেট করে আমার উপর হামলা করেছে, নাহয় এটাই পাকিস্তান রাষ্ট্রের বর্তমান অবস্থা যেখানে মূল হাইওয়েতে কারও উপর হামলা করা যায়… এই তথাকথিত সরকারকেই এর দায় নিতে হবে। আমার দেশের জন্যে আমি গুলি খেতেও রাজি আছি!"
রেহাম খান আরও জানিয়েছেন, তিনি নিজে মৃত্যু বা আহত হওয়ার ভয় করেন না; কিন্তু তার জন্য যারা কাজ করে তাদের নিয়ে তিনি চিন্তিত। ইতোমধ্যেই পুলিশের কাছে একটি অভিযোগ দাখিল করেছেন এবং এফআইআর-এর কপির জন্য অপেক্ষা করছেন বলে জানান তিনি।
"এখন বাজে রাত নয়টা। আমার পিএস এবং দলের অন্যরা এক মুহূর্তের জন্যও ঘুমায়নি এবং ইসলামাবাদ শামস কলোনি পুলিশ স্টেশনে এফআইআর এখনও রেজিস্টার করা হয়নি। এখনও তদন্ত চলেছে এবং আমরা এফআইআর কপির জন্য অপেক্ষা করছি। চিন্তা করে দেখুন কি অবস্থা, আমরা ভুক্তভোগী হয়েও সারা রাত জেগে আছি এবং আমাদের জিজ্ঞাসাবাদ করেই যাচ্ছে", বলেন রেহাম।
সাংবাদিক ও প্রাক্তন টিভি সঞ্চালক রেহাম খান ২০১৪ সালে ইমরান খানকে বিয়ে করেন। ২০১৫ সালের ৩০ অক্টোবর তাঁদের বিচ্ছেদ হয়। এর আগে প্রকাশ্যেই তিনি প্রাক্তন স্বামীর সরকারের সমালোচনা করেছেন। ২০১৯ সালে পুলওয়ামা হামলার পর তিনি ইমরানকে সেনাবাহিনীর হাতের পুতুল বলেছিলেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস