আমেরিকান প্রেসিডেন্ট বাইডেন ও পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞা দিল রাশিয়া
আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ওপর ব্যক্তিগত নিষেধাজ্ঞারোপ করেছে রাশিয়া। তারা ছাড়াও বাইডেন প্রশাসনের আরও বেশ কয়েকজন পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাও মস্কোর নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন।
আজ মঙ্গলবার (১৫ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।
এতে বলা হয়, "রাশিয়ার শীর্ষ কর্মকর্তাদের ওপর আমেরিকার নজিরবিহীন ধারাবাহিক নিষেধাজ্ঞা আরোপের পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, জয়েন্ট চিফস অব স্টাফের প্রধান মার্ক মিলিসহ অন্যান্য কয়েকটি সংস্থা ও সুপরিচিত মার্কিন নাগরিকদের ওপর এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা আজ ১৫ মার্চ থেকে কার্যকর করা হলো।"
- সূত্র: ইন্টারফ্যাক্স