পুতিন ক্ষমতায় থাকবেন কিনা, সে সিদ্ধান্ত বাইডেনের নয়: ক্রেমলিন
শনিবার (২৬ মার্চ) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে ক্রেমলিন।
বাইডেনের মন্তব্য নিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে জিজ্ঞাসা করা হলে বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, "এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বাইডেনের নেই। রাশিয়ার প্রেসিডেন্ট রাশিয়ার জনগণের দ্বারা নির্বাচিত হয়।"
এর আগে, শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশ'র রয়্যাল ক্যাসেলে বক্তৃতা দেওয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 'রাষ্ট্রক্ষমতায় থাকতে পারেন না' বলে মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছিলেন, "এই লোক (পুতিন) আর ক্ষমতায় থাকতে পারেন না।" ৪ দিনের ইউরোপ সফরে অন্যান্য ইউরোপীয় নেতাদের উপস্থিতিতেই পুতিন সম্পর্কে এ মন্তব্য করেছেন তিনি।
পাল্টা জবাবে ক্রেমলিনও জানিয়ে দিয়েছে, রাশিয়ায় কে ক্ষমতায় থাকবে সেই সিদ্ধান্ত নেবে সে দেশের জনগণ।
এদিকে, হোয়াইট হাউসের এক কর্মকর্তা পরবর্তীতে বাইডেনের ওই বক্তব্যকে স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, "প্রেসিডেন্ট বাইডেন রাশিয়ায় ক্ষমতা পরিবর্তনের আহ্বান জানাননি; বরং তিনি বলতে চেয়েছেন, পুতিন তার প্রতিবেশী দেশ বা অঞ্চলের ওপর বলপ্রয়োগ করার অধিকার রাখেন না।"
হোয়াইট হাউস বাইডেনের বক্তব্য স্পষ্ট করার পর ক্রেমলিনের প্রতিক্রিয়া জানতে পেসকভের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন গণমাধ্যম কর্মীরা। তবে তাদের সে অনুরোধে তাৎক্ষণিক সাড়া দেননি তিনি।
গেল মাসের ২৪ তারিখ ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকেই রুশ প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন 'ব্যক্তিগত আক্রমণ' চালিয়ে যাচ্ছেন। দায়িত্বশীল জায়গায় থেকে বাইডেনের এমন আচরণের পরিপ্রেক্ষিতে মার্কিন নেতার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে ক্রেমলিন।
গত সপ্তাহে পুতিনকে 'যুদ্ধাপরাধী' হিসেবে অভিযুক্ত করেছিলেন বাইডেন। এর জবাবেও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিল ক্রেমলিন। পরবর্তীতে অবশ্য সেই মন্তব্যও স্পষ্ট করেছিল হোয়াইট হাউস। মার্কিন বিবৃতে বলা হয়েছিল, বাইডেনের মন্তব্যটি আনুষ্ঠানিক নয়; বরং ইউক্রেনে রাশিয়ার 'বর্বর' হামলার চিত্র দেখে, প্রেসিডেন্ট নিজের মন থেকেই (স্পিকিং ফ্রম হিস হার্ট) ওই মন্তব্য করেছিলেন।
- সূত্র: রয়টার্স, আল জাজিরা