ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কৌশলে বড় পরিবর্তন: কিয়েভসহ দুই শহরে সামরিক তৎপরতা কমানোর ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং চেরনিহিভে সামরিক গতিবিধি 'ব্যাপকভাবে' কমানোর ঘোষণা দিয়েছে মস্কো। মঙ্গলবার ইস্তাম্বুলে ইউক্রেন ও রাশিয়ার কূটনীতিকদের আলোচনার পর এ কথা জানান রাশিয়ার উপ-প্রতিরক্ষা মন্ত্রী।
রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিন মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, 'পারস্পরিক বিশ্বাসযোগ্যতা বাড়াতে, আরও আলোচনার জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করতে এবং চুক্তি স্বাক্ষরের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কিয়েভ, চেরনিহিভে সামরিক গতিবিধি ব্যাপকভাবে কমানো হবে।'
অন্যদিকে, ইউক্রেন সরকার দাবি করেছে, সুরক্ষা সংক্রান্ত নিশ্চয়তা পেলে 'নিরপেক্ষ' অবস্থান গ্রহণ করবে কিয়েভ। অর্থাৎ কোনো সামরিক জোটে যোগ দেবে না ইউক্রেন। নিজেদের দেশে কোনো বিদেশি শক্তিকে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতেও দেবে না তারা। সে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাশিয়ার প্রতিনিধি ভ্লাদিমির মেদিনস্কি বলেন, "ইউক্রেনের প্রস্তাব বিবেচনা করে দেখা হবে। তা জানানো হবে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।"
সূত্র: হিন্দুস্তান টাইমস।