ইউক্রেনে বাইডেনের ‘প্রতিরোধ কৌশল’ ব্যর্থ হয়েছে: মার্কিন কমান্ডার
রাশিয়াকে ইউক্রেন আক্রমণ থেকে বিরত রাখতে যে 'প্রতিরোধ কৌশল' মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নিয়েছিলেন, তা ব্যর্থ হয়েছে। বুধবার হাউস আর্মড সার্ভিসেস কমিটির মিটিংয়ে সাক্ষ্য দেওয়ার সময় রিপাবলিকান সদস্য মাইক গ্যালাঘারের প্রশ্নের জবাবে মার্কিন জেনারেল টড ওল্টার্স এ স্বীকারোক্তি দিয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্রের 'অ-সামরিক' প্রচেষ্টার কার্যকারিতা সম্পর্কে ওল্টার্সকে প্রশ্ন করেছিলেন গ্যালাঘার। তবে এ সময় তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সিদ্ধান্তকে সরাসরি কটাক্ষ করেননি।
তিনি জিজ্ঞাসা করেন, "একজন সামরিক কমান্ডার হিসেবে আপনার কি মনে হয়েছিল, আপনি ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন আক্রমণ থেকে বিরত রাখার প্রচেষ্টার অংশ হিসেবে কাজ করতে পেরেছেন?"
"এটি বলা ঠিক হবে কী, ইউক্রেনে প্রতিরোধ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে?", যোগ করেন গ্যালাঘার।
জবাবে ওল্টার্স বলেন, "আমি আপনার মন্তব্যের সঙ্গে তর্ক করবো না।"
রাশিয়া-ইউক্রেন সংকটের শুরুতে আক্রমণ ঠেকাতে রাশিয়ার ওপর কেবল অর্থনৈতিক নিষেধাজ্ঞাই যথেষ্ট হবে বলে ধারণা করেছিল বাইডেন প্রশাসন। তবে, এই অনুমান সঠিক প্রমাণিত না হওয়ায় বাইডেনের নিবারণ বা প্রতিরোধ কৌশলের ব্যর্থতার বিষয়টি সামনে এসেছে।
গেলো বৃহস্পতিবার এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, "আসুন, কিছু বিষয় স্পষ্ট করা যাক; যদি প্রথম থেকেই আপনি আমার বক্তব্য শুনে থাকেন তাহলে আপনার মনে থাকার কথা, আমি কখনও বলিনি নিষেধাজ্ঞা তাকে (ভ্লাদিমির পুতিন) বাধা দেবে। নিষেধাজ্ঞা কখনও বাধা দেয় না। আপনি এ নিয়ে কথা বলতে পারেন, আলোচনার জায়গা তৈরি করে এটি। কিন্তু নিষেধাজ্ঞা কখনও বাধা দেয় না।"
অন্যদিকে, ফেব্রুয়ারিতে যখন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে একই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল তখন তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি বিশ্বাস করেন নিষেধাজ্ঞা পুতিনকে বাধা দেবে।
তিনি বলেছিলেন, "অবশ্যই; আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং এটিও মনে রাখবেন, এই নিষেধাজ্ঞাগুলো কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিপ্রসূত কোনো পণ্য নয়, আমাদের মিত্ররাও একই নীতিতে বিশ্বাসী।"
ফেব্রুয়ারিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনও সিএনএন-এর এক সাক্ষাত্কারে বলেছিলেন, "প্রথম পদক্ষেপ হিসেবে নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল, রাশিয়াকে যুদ্ধে যাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করা।"
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকিও এ ব্যাপারে নিশ্চিত করেছেন, বাইডেন প্রশাসনের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার উদ্দেশ্যে ছিল ইউক্রেনের ওপর আক্রমণ রোধ করা। তিনি বলেছিলেন, "নিষেধাজ্ঞা এক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে।"
তবে মার্কিন এই কৌশল শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়নি বলেই প্রমাণিত হল। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে শুরু হওয়া রুশ সামরিক অভিযান একমাসেরও বেশি সময় ধরে চলছে।
- সূত্র: ফক্স নিউজ