যুদ্ধের আগে জার্মান চ্যান্সেলর শলৎসের সমঝোতা প্রস্তাব প্রত্যাখান করেন জেলেনস্কি
ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর কয়েকদিন আগে কিয়েভের কাছে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস সমঝোতা প্রস্তাব রাখলেও, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তা প্রত্যাখান করেন। মার্কিন গণমাধ্যম দ্য ওয়ালস্ট্রিট জার্নালের সূত্র থেকে তা জানা গেছে।
২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়া আক্রমণ শুরুর আগের সপ্তাহেই শলৎস মস্কো ও কিয়েভকে সমঝোতায় নিয়ে আসার 'শেষ চেষ্টা' করেন।
জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস ১৯ ফেব্রুয়ারি মিউনিখে জেলেনস্কিকে বলেন, "ইউক্রেনের উচিত ন্যাটোয় যোগদানের ইচ্ছা ত্যাগ করে একটি বৃহত্তর ইউরোপীয় নিরাপত্তা চুক্তির অংশ হিসেবে পশ্চিমা বিশ্ব ও রাশিয়ার মধ্যে নিরপেক্ষ অবস্থান গ্রহণের ঘোষণা করা।"
ওয়াল স্ট্রিট আরও জানায় "ঘোষণার চুক্তিপত্রে পুতিন ও বাইডেনও স্বাক্ষর করার মাধ্যমে যৌথভাবে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা দেবেন।"
তবে জেলেনস্কি এই শান্তি প্রস্তাব প্রত্যাখান করে বলেন, "এই ধরনের একটি চুক্তি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মেনে চলবেন সেই ভরসা নেই। তাছাড়া বেশিরভাগ ইউক্রেনীয় ন্যাটোতে যোগ দিতে চায়।"
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বাইরে জেলেনস্কির সঙ্গে আলোচনায় যোগ দিয়ে শলৎজ এই প্রস্তাব তুলেছিলেন।
নাম প্রকাশ না করা শর্তে একটি সূত্র দ্য ওয়ালস্ট্রিট জার্নালকে জানায়, জেলেনস্কির উত্তরে শান্তির সম্ভাবনা ক্ষীণ হওয়ার সম্ভাবনায় জার্মান কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েন।
গত ২৪ ফেব্রুয়ারি আক্রমণের রাশিয়া চাইছে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে নিজেদের একটি নিরপেক্ষ দেশ ঘোষণার পাশাপাশি যেন চিরতরে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগদানের পরিকল্পনা ত্যাগ করে। অন্যদিকে কিয়েভের দাবি, রাশিয়া বিনা উস্কানিতে আক্রমণ চালিয়েছে। তাছাড়া বিদ্রোহী অঞ্চলগুলো জোর করে পুনরুদ্ধারের পরিকল্পনাও তাদের নেই।
সূত্র: আরটি নিউজ রাশিয়া