২ বছর পর আবার চালু কলকাতা-ঢাকা-আগরতলা বাস সার্ভিস
কোভিড-১৯ মহামারিতে দীর্ঘ ২ বছরের বন্ধ থাকার পর আগামী সপ্তাহে আবার চালু হচ্ছে ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে ঢাকা হয়ে পশ্চিমবঙ্গের কলকাতা পর্যন্ত বাস সার্ভিস।
আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনার ইতোমধ্যেই সেখানকার যাত্রীদেরকে কলকাতা যাতায়াতের জন্য ভিসা দিয়েছেন।
ত্রিপুরার সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, টিআরটিসি (ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন) এর মৈত্রী বাস সার্ভিস ২০ এপ্রিল থেকে চালু হবে।
সরকারি প্রতিবেদন অনুসারে, বাংলাদেশ ও ভারত উভয় দেশ বাংলাদেশের আখাউড়া এবং বেনাপোল স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচলের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরই ঢাকার মধ্য দিয়ে এই বাস সার্ভিস চালু হবে।
ত্রিপুরা থেকে কলকাতা বাস সার্ভিস প্রথম চালু হয় ১৯৯৯ সালে।
এছাড়া, ত্রিপুরার আগরতলা থেকে রাজধানী ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত একটি সরাসরি বাস সার্ভিসের প্রস্তাব করেছে বাংলাদেশ। পাশাপাশি, দেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আগরতলা থেকে কক্সবাজার পর্যন্ত আরেকটি বাস সার্ভিসের প্রস্তাবও করা হয়েছে।
এ বিষয়ে ত্রিপুরার সড়ক পরিবহন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানিয়েছেন, প্রস্তাবিত বাস সার্ভিস নিয়ে কাজ চলছে। ভারত সরকার অনুমোদন দিলেই তা সম্ভব হবে বলে জানান তিনি।
- সূত্র: দি সেন্টিয়েল