কীটনাশকে বেশি ক্ষতির ঝুঁকিতে থাকেন অশ্বেতাঙ্গ মানুষেরা, বলছে গবেষণা
মার্কিন যুক্তরাষ্ট্রে অশ্বেতাঙ্গ জনগোষ্ঠী ও কম আয়কারী সম্প্রদায় কীটনাশকে ক্ষতিগ্রস্ত হওয়ার আনুপাতিক হারে বেশি ঝুঁকিতে থাকেন বলে নতুন এক গবেষণায় জানা গেছে।
যুক্তরাষ্ট্রের কৃষিখাতে কাজ করা ব্যক্তিদের মধ্যে ৮৩ শতাংশ হিস্প্যানিক। দেশটিতে ব্যবহার করা ৯০ শতাংশ কীটনাশকের ক্ষতিকর সিনথেটিক রাসায়নিক পদার্থ দ্বারা ঝুঁকির মুখে রয়েছেন এ জনগোষ্ঠীটি।
গবেষণা কাজটি সম্পাদন করেছে সেন্টার ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি; আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের গবেষক; ও বিভিন্ন কৃষিখামার, রেশিয়াল জাস্টিস ও কনজারভেশন দলের আইনজীবীরা।
টেক্সাস সাউদার্ন ইউনিভার্সিটি'র বুলার্ড সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড ক্লাইমেট জাস্টিস-এর পরিচালক ও গবেষণার একজন সহ-লেখক রবার্ট বুলার্ড বলেন, 'এই কৃষিশ্রমিকদের কিছুটা খরচের খাতায় রাখা হয়।'
বুলার্ড জানান, 'এ গবেষণা থেকে বোঝা যাচ্ছে পদ্ধতিগত অবহেলার মাধ্যমে এ জনগোষ্ঠীকে একটি পিছিয়ে পড়া গোষ্ঠীতে পরিণত করা হয়েছে। তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে সমান গুরুত্ব দেওয়া হয়নি।'
ওই গবেষণায় মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি), এনভায়রনমেন্টাল প্রটেকশন এজেন্সি (ইপিএ), ও অন্যান্য গবেষণা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করা হয়। তা থেকে জানা যায় অবিচার, রেগুলেশনে বৈসাদৃশ্য, ও দুর্বল ফ্রেমওয়ার্কের কারণে অশ্বেতাঙ্গ মানুষদের কীটনাশকে ক্ষতিগ্রস্ত হওয়ার আনুপাতিক ঝুঁকি বেশি সৃষ্টি হয়েছে।
গত ২০ বছর ধরে ১৪টি ক্ষতিকর কীটনাশক নিয়ে পর্যবেক্ষণ চালান গবেষকেরা। এগুলোর মধ্যে ১২টি কীটনাশকের উপাদান কৃষ্ণাঙ্গ, মেক্সিকান আমেরিকানদের রক্ত ও প্রস্রাবে পাওয়া যায়। পাওয়া এ পরিমাণ ছিল শ্বেতাঙ্গ আমেরিকানদের চেয়ে পাঁচগুণ বেশি।
ফার্মওয়ার্কার অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা'র জিনি ইকোনোমস বলেন, 'আমাদেরকে এ ক্ষতিকারক কীটনাশকগুলো বাদ দিয়ে তার বিকল্প বের করতে হবে। এগুলো শুধু কৃষকদের ক্ষতি করছে না, এগুলো পানি, খাবার ইত্যাদির সাথে মিশে যাচ্ছে, আমাদের মাটিকে দূষিত করছে।'
ওই গবেষণায় আরও দেখা গেছে, স্বল্প আয়কারী পরিবারগুলো ইঁদুর ও তেলাপোকা মারার জন্য সবচেয়ে বেশি কীটনাশক ব্যবহার করে। কীটনাশকের ফলে শিশুদের বৃদ্ধি ব্যাহত হতে পারে। তাদের শেখার ক্ষমতা হ্রাস পাওয়া সহ অন্যান্য আচরণগত সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান