আবারও এশিয়ার সেরা বার হংকংয়ের কোয়া
মদ্যপানের জন্য এশিয়ার সেরা ৫০ বারের তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর এশিয়ার সেরা বারের তালিকায় শীর্ষস্থানের দখল নিয়েছে হংকংয়ের কোয়া বার।
গত বছরও এশিয়ার সেরা বার নির্বাচিত হয়েছিল কোয়া বার।
২০১৭ সালে জে খান কোয়া বার খোলেন। এরপর মাত্র চার বছরের মাথায় এশিয়ার সেরা মদ্যপানের জায়গা হিসেবে নির্বাচিত হয় গত বছর। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখল বারটি।
এ বছর এশিয়ার সেরা বারের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে সিঙ্গাপুরের জিগার অ্যান্ড পনি। গত বছরও এই বারটি দ্বিতীয় স্থানে ছিল।
ব্যাংককে থেকে ঘোষণা দেওয়া হয়েছে এশিয়ার সেরা ৫০ বারের নাম।
সেরা তালিকায় ভারতের একাধিক বারের নামও স্থান পেয়েছে। গোয়ার টেসুরো নামের বারটি সেরা বারের তালিকায় চতুর্থ স্থান দখল করেছে। আর নয়া দিল্লির সাইডকার নামক বারটি দখল করেছে ১৪তম অবস্থান।
এশিয়ার সেরা ৫০ বারের র্যাংকিং করা হয়েছে এশিয়াজ ৫০ বেস্ট বারস অ্যাকাডেমির সদস্যদের ভোটের ভিত্তিতে। এশিয়ার বারের ব্যাপারে ভালো জানাশোনা আছে, এমন ২২০ জন ব্যক্তি ভোট দিয়ে সেরা বার নির্বাচিত করেন। উইলিয়াম রিড বিজনেস মিডিয়ার মালিকানাধীন এই অ্যাকাডেমি বিশ্বের সেরা ৫০ বার ও রেস্তোরাঁর তালিকাও তৈরি করে।
এশিয়ার সেরা ১১ বার
১. কোয়া—হংকং
২. জিগার অ্যান্ড পনি—সিঙ্গাপুর
৩. আরগো—হংকং
৪. টেসুরো—ভারত
৫. বার বেনফিডিচ—টোকিও
৬. ইনডালজ এক্সপেরিমেন্টাল বিস্ত্রো—তাইপে
৭. চার্লস এইচ—সিউল
৮. এমও বার—সিঙ্গাপুর
৯. ম্যানহাটন—সিঙ্গাপুর
১০. বিকেকে সোশ্যাল ক্লাব—ব্যাংকক
১১. সোবার কোম্পানি—সাংহাই
- সূত্র: ব্লুমবার্গ