ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচন: অনানুষ্ঠানিক ভোট গণনায় বিশাল ব্যবধানে এগিয়ে সাবেক একনায়ক মার্কোসের ছেলে
ফিলিপাইনের জাতীয় নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন দেশটির সাবেক স্বৈরশাসক ফার্দিন্যান্ড ইম্যানুয়েল এড্রালিন মার্কোসের ছেলে এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্ডিনান্ড মার্কোস জুনিয়র। দীর্ঘ ২০ বছর তার পিতা দেশটিকে শক্ত হাতে শাসন করেছিলেন। দমনপীড়ন ও দুর্নীতির জন্য কুখ্যাতই ছিল তার শাসনামল।
তবে সেখান থেকে যেন মার্কোসের পরিবার নতুন রুপে ফিরেছে ফিলিপাইনের সমসাময়িক রাজনীতিতে। এরমধ্যেই মার্কোস জুনিয়র এক কোটি ৫৩ লাখ ভোট পেয়েছেন বলে ফিলিপাইনের কমিশন অন ইলেকশন্সের একটি অনানুষ্ঠানিক গণনার ভিত্তিতে জানানো হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ভাইস প্রেসিডেন্ট লেনি রোব্রেডোর চেয়ে তিনি প্রায় দ্বিগুণের বেশি ভোট পেয়েছেন।
প্রাপ্ত ভোটের ৪৬.৯ শতাংশ ব্যালট পেপার গণনা করে এ ফলাফল জানানো হয়।
একসময় ফিলিপাইনের ক্ষমতায় মার্কোস পরিবারের ফিরে আসা অচিন্তনীয় ছিল। কিন্তু, বিশাল ব্যবধানে এগিয়ে থাকা মার্কোস জুনিয়র সেই সম্ভাবনাকে প্রবল করে তুলেছেন।
প্রায় ৩৬ বছর আগে তার পিতাকে ক্ষমতাচ্যুত করে জনতার এক বিপ্লব। এরপর পুরো মার্কোস পরিবারকে নির্বাসনে কাটাতে হয়েছিল দীর্ঘকাল।
ভোটের বর্তমান ফলাফলে চলতি বছর ভোটপূর্ব জনমতের অনেকটাই প্রতিফলন দেখা যাচ্ছে। এসব জরিপে, সাবেক সিনেটর ও কংগ্রেস সদস্য মার্কোস জুনিয়র তার প্রতিপক্ষ রোব্রেডোর চেয়ে অনেকটাই এগিয়ে ছিলেন। ১৯৮৬ সালে স্বৈরশাসক মার্কোসকে ক্ষমতাচ্যুত করা জোটের শরীক ছিলেন রোব্রেডো।
দেশ থেকে বিতারিত হওয়ার পর ১৯৯০ এর দশকে নির্বাসন থেকে মার্কোস পরিবারের সদস্যরা। এরপর থেকেই তারা স্থানীয় রাজনীতিতে সক্রিয় ও জোরালো ভূমিকা রাখতে শুরু করেন। এক্ষেত্রে তাদের মূল সহায়ক শক্তি হয়েছে- বিপুল সম্পদ এবং বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর সাথে গভীর সম্পর্ক।
- সূত্র: রয়টার্স