ন্যাটোতে যোগদানের প্রস্তাব পাস ফিনল্যান্ডের পার্লামেন্টে
ন্যাটো সামরিক জোটের সদস্যপদ পাওয়ার জন্য আবেদনের একটি প্রস্তাবে মঙ্গলবার (১৭ মে) 'হ্যাঁ' ভোট দিয়েছে ফিনল্যান্ডের পার্লামেন্ট।
ফিনল্যান্ডের রাষ্ট্রপতি সাউলি নিনিস্তো এবং দেশটির সরকার রোববার আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয় যে, ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন করবে। তবে সিদ্ধান্তটি সংসদের অনুমোদনের অপেক্ষায় ছিল।
মাত্তি ভানহানেন জানান, ২০০ আইনপ্রণেতার মধ্যে ১৮৮ জন আবেদনের পক্ষে এবং আটজন আবেদনের বিপক্ষে ভোট দেন।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্তো বলেন, "ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদান আমাদের মৌলিক চিন্তাভাবনাকে পরিবর্তন করবে না। আমরা সর্বদাই শান্তিপূর্ণ সমাধান খুঁজব। আমরা একটি শান্তিপ্রিয় জাতি যারা সবসময়ই যেকোনো সংঘাতের কূটনৈতিক সমাধান চায়।"
ফিনল্যান্ডের ফরেইন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান জাসি হালা-আহো বলেন, "বেশ কয়েকজন বিশেষজ্ঞ এবং ১০টি (সংসদীয়) কমিটির মতামত পাওয়ার পর আমরা সরকারের সাথে একমত হয়েছি যে, ফিনল্যান্ডের ন্যাটোতে সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা উচিত।"
এই সিদ্ধান্ত সর্বসম্মত বলে যোগ করেন তিনি।
- সূত্র- রয়টার্স