ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দিলে আক্রমণ বাড়াবে রাশিয়া, পশ্চিমাদের পুতিনের হুমকি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে দূরপাল্লার (লং-রেঞ্জ) মিসাইল সরবরাহ করতে শুরু করে তাহলে রাশিয়া আরও নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। রোববার (৫ জুন) এ খবর জানিয়েছে তাস নিউজ এজেন্সি।
রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল রসিয়া-১-কে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেন, যদি এমন মিসাইল সরবরাহ করা হয়, তাহলে 'আমরা আগে যেসব লক্ষ্যবস্তুতে হামলা চালাইনি, সেগুলোতেও হামলা করতে শুরু করব।'
তবে কোন কোন নতুন স্থাপনায় হামলা চালানো হবে তা জানাননি ভ্লাদিমির পুতিন। তিনি বলেন পশ্চিমাদের এ ধরনের মিসাইল সরবরাহের এই 'অতিরিক্ত উত্তেজনা' সৃষ্টি করা হয়েছে যুদ্ধকে অকারণে দীর্ঘায়িত করার জন্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘদিন ধরে এম২৭০, এম১৪২ হিমার্স-এর মতো মাল্টিপল রকেট লঞ্চ সিস্টেম (এমএলআরএস) চেয়ে আসছে ইউক্রেন।
কিয়েভ রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার মিসাইল দিয়ে হামলা চালাবে না, এমন নিশ্চয়তা পাওয়া পরে এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে হিমার্স রকেট সরবরাহের পরিকল্পনার কথা ঘোষণা করেন। এসব রকেট নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে হামলা করতে সক্ষম।
এদিকে ইউক্রেনে মিসাইল পাঠানো হলে যুদ্ধের পরিস্থিতি আরও ভয়ানক হবে বলে রাশিয়ান কর্তৃপক্ষ সতর্ক করে দিলেও পুতিন জানিয়েছেন, এতে করে যুদ্ধক্ষেত্রে কোনো মৌলিক পরিবর্তন সূচিত হবে না।
কিয়েভে ইউক্রেনীয় ট্যাংক ধ্বংসের দাবি রাশিয়ার
রোববার (৫ জুন) সকালে রাশিয়ান বাহিনী কিয়েভে মুহুর্মুহু মিসাইল হামলা চালায়। এরপর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রাশিয়ান বাহিনী মিসাইল দিয়ে ইউক্রেনের টি-৭২ ট্যাংকসহ অন্যান্য সাঁজোয়া যান ধ্বংস করেছে। ওই যুদ্ধযানগুলো কিয়েভকে সরবরাহ করেছিল পূর্ব ইউরোপের বিভিন্ন দেশ।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাশিয়ার অ্যারোস্পেস বাহিনী আকাশ থেকে দূরপাল্লার হাই-প্রিসিশন মিসাইল নিক্ষেপ করে এ হামলা চালিয়েছে।
সূত্র: রয়টার্স, সিএনএন