আজিমপুরে মসজিদে খাদেমের বস্তাবন্দী লাশ
রাজধানীর আজিমপুর কবস্থান সংলগ্ন মেয়র হানিফ মসজিদ থেকে খাদেমের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত পৌনে ১টার দিকে তার মরদেহ উদ্ধার করে লালবাগ থানা পুলিশ।
বুধবার (০৩ জুলাই) রাতে তার লাশ উদ্ধার করা হয়। মসজিদের ইমাম জানান, খাদেমদের কক্ষ থেকে গন্ধ বের হলে লালবাগ থানা পুলিশকে খবর দেয়া হয়। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ খাদেমসহ ৪জনকে আটক করা হয়েছে।
নিহত আবু হানিফ (৪৫), দুই মাস আগে মসজিদটিতে খাদেম হিসেবে যোগ দেন।নিহত আবু হানিফসহ আরও চারজন ওই মসজিদ কম্পাউন্ডেই থাকতেন।
কি কারণে তাকে হত্যা করা হয়েছে সে বিষয়ে কিছুই জানাতে পারেননি মসজিদ কমিটি। তবে পুলিশের ধারণা, ব্যক্তিগত শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।
পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে নৃশংসভাবে হত্যা করে বস্তায় ভরে মসজিদটির দ্বিতীয় তলার একটি কক্ষে ফেলে রাখা হয়। বস্তাটি থেকে দুর্গন্ধ ছড়ালে মসজিদ কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল কাদের জানান, নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে তদন্ত চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।