দেড় কোটি টাকার সোনা উদ্ধার করলো কোস্টগার্ড
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা অর্থমূল্যের ৩০টি সোনার বার উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী।
শনিবার (৬ জুলাই) সকাল ১০টার দিকে কোস্ট গার্ডের চট্টগ্রাম বেইসের চালানো অভিযানে এই সোনা উদ্ধার করা হয় বলে কোস্ট গার্ডের সহকারী পরিচালক (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম হামিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “অভিযানের অংশ হিসেবে এক জন সন্দেহভাজন ব্যাক্তিকে তল্লাশির উদ্দেশ্যে থামতে বলা হলে ঐ ব্যক্তি একটি কালো পলিথিনের মোড়ানো প্যাকেট ফেলে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ঐ মোড়ানো প্যাকেট হতে ৩০ টি (আনুমানিক ৩,৪৮০ গ্রাম) স্বর্ণের বার উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ছয়চল্লিশ লক্ষ ষোল হাজার টাকা।”
সোনা উদ্ধার হলেও কোস্ট গার্ডের এই অভিযানে কোন অপরাধীকে আটক করা সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।