রিকশাচালকদের চায়ের দাওয়াত দিলেন মেয়র
ঢাকার তিন সড়কে রিকশা বন্ধের সরকারি সিদ্ধান্তের পর সড়ক অবরোধ করে রিকশাচালকদের করা চলমান আন্দোলনের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন তাদের চায়ের দাওয়াত দিয়েছেন।
তবে চা খাওয়ার আমন্ত্রণ জানালেও সেটা ঠিক কখন, সেই সময়টা বলে দেননি মেয়র।
মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘নলেজ এক্সচেঞ্জ ওয়ার্কশপ অন ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স উইথ সিটি বাস রিফর্ম’ শীর্ষক এক কর্মশালায় এ নিমন্ত্রণ জানান।
গত ৭ জুলাই থেকে কুড়িল টু সায়দাবাদ, সাইন্স ল্যাবরেটরি টু শাহবাগ এবং গাবতলী টু আজিমপুর রুটে রিকশা চলাচল নিষিদ্ধ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এরপর সোমবার এবং মঙ্গলবার কয়েক হাজার রিকশাচালক কুড়িল, বাড্ডা, রামপুরা ও মালিবাগ চৌধুরীপাড়াসহ ঢাকার রাস্তায় নেমে এ সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলন শুরু করেন। চলমান এই সংকট আলোচনার মাধ্যমে সমাধান করতেই রিকশাচালকদের চায়ের নিমন্ত্রণ দিলেন সাঈদ খোকন।